
এশিয়া কাপে নাও খেলতে পারেন কোহলিরা, অনিশ্চিত ভারত-পাকিস্তান দ্বৈরথ
দ্য ওয়াল ব্যুরো: গত আইপিএল থেকে ভারতীয় দলের ঠাসা ক্রীড়াসূচি সামনে রয়েছে। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে ভারতীয় দল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, তারপর দুটি বিশ্বকাপও রয়েছে।
সেই কারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবার সিদ্ধান্ত নিয়েছে, যে তারা এশিয়া কাপ খেলবে না। তারা এই নিয়ে প্রাথমিকভাবে জানিয়ে রেখেছে এশিয়ার বাকি দেশগুলির বোর্ডকেও। এশিয়া কাপ না হলে ভারত-পাকিস্তান বহু প্রতিক্ষিত দ্বৈরথও এবার হবে না।
২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। বিশ্বকাপের ট্র্যাডিশন বজায় রেখে সেই সাক্ষাতেও জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। গতবছর করোনাভাইরাসের কারণে সব টুর্নামেন্টই বাতিল হয়ে যায়। পরে এসে আইপিএল হলেও এরপর ঠাসা সূচীর কথা ভেবে এশিয়া কাপ বিরাট কোহলিরা খেলবেন কিনা, সেই প্রশ্ন থাকছে।
বিসিসিআই-র এক সূত্র জানাচ্ছে, এশিয়া কাপ তারা যে খেলবে না, সেটি সরকারিভাবে তারা ঘোষণা করেনি। কিন্তু এটি বলা যায়, ক্রিকেটারদের সঙ্গে কথা বললে তাঁরা অতিরিক্ত টুর্নামেন্ট খেলতে রাজি হবেন না। কারণ দলে এত চোট আঘাত বাড়ছে, যদি খেলতেও হয়, তা হলে দ্বিতীয় সারির দল যাবে এশিয়া কাপে। আবার এও ঠিক, ভারত-পাকিস্তান ম্যাচ হলে সেটি নিয়ে ধুন্ধুমার একটা পরিবেশ দেখা যায়, সেক্ষেত্রে কমজোরি দল নিয়ে খেললে, আবার হার মানলে তার একটা প্রভাব তৈরি হবে।
গত বছর করোনার কোপে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়ে গিয়েছিল। ভারতীয় বোর্ড সেই সিরিজগুলোর উপরই বেশি জোর দিতে চাইছে বলে খবর। বিসিসিআই চায় না, এশিয়া কাপে অংশ নিতে গিয়ে ভারতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সমস্যা হোক। এই সিরিজগুলির মাধ্যমেই সম্প্রচারকারী সংস্থাগুলিকে ক্ষতিপূরণ দেবে বোর্ড।
আবার অনেকে এও বলছে যে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভেবে এশিয়া কাপে দল নামাতে চাইছে না ভারতীয় বোর্ড কর্তারা। তাঁরা মনে করছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকবেশি গ্ল্যামার, তাই ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে সেই আসরেই দল নামাতে।