
আইপিএল নিলাম পিছিয়ে ১৮ ফেব্রুয়ারি, দর্শক শূন্য স্টেডিয়ামেই হবে ভারত-ইংল্যান্ডের প্রথম দুটি টেস্ট
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়ই আইপিএল নিলাম হবে, এমনই জানা গিয়েছে বিসিসিআই সূত্রে। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমরা ভেবেছিলাম ১১ ফেব্রুয়ারি আইপিএল নিলাম করার, কিন্তু সেইসময় টেস্ট ম্যাচ চলবে, তাই ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে নিলাম অনুষ্ঠান হবে, এটাই ঠিক হয়েছে।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ ভাবে চাইছেন এবার আইপিএল ভারতেই করার। সেটি হবে মে-জুন মাসেই। আইপিএল টিমগুলো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখছে। গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারণ ফিঞ্চ, ক্রিস মরিসরা ফের নিলামে উঠছেন।
সর্বভারতীয় এক প্রচারমাধ্যম জানিয়েছে, বোর্ড নিলামের তারিখ পরিবর্তন করতে চায়, এবং এক কর্তাও সেই খবরে সিলমোহর দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট শেষ হচ্ছে ১৭ ফেব্রুয়ারি। তার ঠিক পরেরদিনই নিলাম অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
বিসিসিআই-র এক কর্তা জানিয়েছেন, টেস্ট সিরিজের সময় আমরা নিলাম করতে চাইছিলাম না, কারণ ক্রিকেটারদের সকলের মন ওই অনুষ্ঠানের দিকে থাকবে, তাতে পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। কিন্তু এছাড়া আমাদের করণীয় কিছু নেই, পরে আমাদের আর সময় হবে না।
এদিকে, ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কেন্দ্রীয় সরকার যতই স্টেডিয়ামে পঞ্চাশ শতাংশ দর্শক রেখে অনুমতি দিক, আসন্ন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্ট দর্শকশূন্য রেখেই করার কথা ভাবা হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে নেমে পড়বে ভারত।
তারমধ্যেই চেন্নাই মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হল, এই মর্মে একটি বিজ্ঞপ্তি দিয়েছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। কারণ তাদের রাজ্য সরকার সেরকমই নির্দেশ দিয়েছে। কোভিড ভ্যাকসিন দেশে সেইভাবে দেওয়া শুরু হয়নি। ভ্যাকসিনের কাজ শেষ হলে তারপর মাঠে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি মিলবে, তেমনই সঙ্কেত দেওয়া হয়েছে।