
আইএসএলের ‘এল ক্ল্যাসিকো’ আজ, জিতলেই ফের শীর্ষে চলে যাবে এটিকে-মোহনবাগান
দ্য ওয়াল ব্যুরো: দুই শিবিরই ফুটছে। সোমবার রাতের ম্যাচে এটিকে-মোহনবাগান জিতলেই পয়েন্ট টেবিলে চলে যাবে শীর্ষে। লিগের ফার্স্ট ও সেকেন্ড বয়ের মধ্যে লড়াই, সেই কারণে উত্তেজনা থাকবেই।
লড়াই এক নম্বরে থাকা মুম্বই সিটি এফসি ও এটিকে-মোহনবাগান দলের মধ্যে। এই ম্যাচ জিতলেই লিগ টেবিলে শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করবেন রয় কৃষ্ণরা। আর তাই সের্জিও লোবেরার দলের বিরুদ্ধে নামার আগে এই ম্যাচ থেকে তিন পয়েন্টকেই পাখির চোখ করছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
সোমবারের ম্যাচে দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই। এই প্রশ্নের উত্তরে হাবাস বলেছেন, ‘‘রেফারির বাঁশি বাজার পর কোচ কেউ নন, তখন ফুটবলাররাই মূল চরিত্র। তাদের উপরেই সব নির্ভর করবে। পরিকল্পনা অবশ্যই আমরা করব। কিন্তু সেটা বাস্তবায়িত করবে খেলোয়াড়রাই।’’
চলতি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছে মুম্বইয়ের আক্রমণ। অন্যদিকে, তিরি–সন্দেশদের সবুজ–মেরুনের রক্ষণভাগ যেমন জমাট, তেমনই তেকাঠির নিচে রয়েছে অরিন্দম ভট্টাচার্যের বিশ্বস্ত হাত। ম্যাচ কি তাহলে মুম্বইয়ের আক্রমণ বনাম বাগান রক্ষণ হতে চলেছে?
এই প্রশ্নের উত্তরে এটিকে-মোহনবাগান কোচের বক্তব্য, ‘‘‘‘না আমার কখনই তা মনে হয় না। কারণ ফুটবলে আক্রমণ–রক্ষণ দুটোই খুব গুরুত্বপূর্ণ।’’
মুম্বই ম্যাচ না ডার্বি, কোনটিকে আপনি বেশি গুরুত্ব দিতে চান? এর জবাবে রয় কৃষ্ণদের কোচ জানিয়েছেন, ‘‘আমাদের কাছে সব ম্যাচই সমান, কারণ ম্যাচ জিতলে তিন পয়েন্ট আসবে, সেটাই সবচেয়ে বেশি জরুরী। কে বড় দল, কে ছোট এটা নিয়ে ভাবলে চলবে না।’’
এই ম্যাচে মোহনবাগানের জাভি হার্নান্দেজ মাঠে নামবেন চোট কাটিয়ে। সেই কারণে শিবিরে একটা ফুরফুরে মেজাজ রয়েছে। জাভি থাকা মানে আক্রমণে বল বাড়ানোর লোক এসে যাবেন, তাতে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা আরও মারাত্মক হতে পারবেন।
যদিও এটিকে-মোহনবাগানের অন্যতম ভরসা রয় কৃষ্ণ। বন্ধু ডেভিড উইলিয়ামসের সঙ্গে কৃষ্ণের জুটির কথা সবারই জানা। সবুজ মেরুনের নয়নের মনি রয় কৃষ্ণর বক্তব্য, ‘‘‘ডেভিড অন্য ধরনের খেলোয়াড়। আমরা গত মরশুমে একসঙ্গে খেলেছি। অস্ট্রেলিয়াতেও একসঙ্গে খেলেছি। প্রথম দিন থেকেই আমাদের জুটি তাই ক্লিক করে গিয়েছে।’’