
প্রথম টেস্ট খেলে কোহলির দেশে ফেরা প্রসঙ্গে সমর্থন নেই কপিলের
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে বিরাট কোহলির দেশে ফেরা প্রসঙ্গে নানা বিশেষজ্ঞের নানা মত। ভারত অধিনায়কের স্ত্রী অনুষ্কা শর্মা সেইসময় দেশে সন্তানের জন্ম দেবেন। সেই কারণেই আইপিএল শেষ হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর কাছে পিতৃত্বকালীন ছুটি চেয়েছেন কোহলি।
ছুটি চাওয়ার পর থেকে নানা সমালোচনা হচ্ছে তাঁর নামে। কেউ কেউ এম এস ধোনির দৃষ্টান্ত তুলে ধরে বলছেন, ‘‘ধোনির যখন কন্যা সন্তান হয়, সেইসময়ও তিনি অস্ট্রেলিয়া সফরে ছিলেন। তিনিও মেয়ের মুখ দেখতে পাননি জন্মের পরেই।’’
আবার কারোর মতে, ‘‘মহম্মদ সিরাজ বাবাকে হারিয়েও দেশে ফিরতে পারলেন না করোনা পরিস্থিতির কারণে। কারণ দেশের ক্রিকেটাররা সবাই এই মুহূর্তে সিডনিতে কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি দেশে ফিরলে সমস্যা হবে। সিরাজ যদি এই দুঃসময়ের মধ্যেও থেকে যেতে পারে, তা হলে অধিনায়কেরও তা করা উচিত।’’
তার মধ্যে সুনীল গাভাসকার আবার জানিয়েছেন, কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দল ভাল খেলবে। অতীতেও কোহলি ছিল না, সেইসময় ভারতের বাকি দল ভাল খেলেছে, সিরিজও জিতেছে।
সানির এই কথা বলার পরেরদিনই তাঁর প্রাক্তন সতীর্থ, বিশ্বজয়ী দলনেতা কপিলদেব কিছুতেই কোহলির মাঝপথে ফেরাকে সমর্থন করতে নারাজ। তিনি জানিয়েছেন, ‘‘একটা সময় তো বিরাট বাবার মৃত্যুর পরেরদিনই রঞ্জিতে খেলতে নেমে গিয়েছিল। আবার সেই সন্তানের জন্মের সময় পাশে থাকতে চাইছে, এখন অবশ্য এগুলো করা যায়।’’
নামী প্রাক্তন অলরাউন্ডারের বক্তব্য, ‘‘একটা সময় তো সানি মাসের পর মাস ছেলের মুখই দেখতে পায়নি, আমাদের সময়ে এরকমই ব্যাপার ছিল। আমাদের সময়ে সফরের মাঝপথে এভাবে দেশে ফিরে আসার বিলাসিতা দেখাতেই পারতাম না, কারণ তখন পরিস্থিতি এত সহজ ছিল না।’’
কপিল আরও বলেছেন, এখন তো তাও বিমানে করে তিন-চারদিনে যাওয়া আসা করা যাচ্ছে। তবে সন্তানের জন্মের থেকে একজন বাবার কাছে বড় প্যাশন আর হয় না।’’ প্রসঙ্গত, কয়েকদিন আগেও কপিল ছিলেন হাসপাতালে, তাঁর হৃদযন্ত্রের সমস্যা হয়েছিল। তিনি বাড়ি ফিরে ফের গলফ কোর্সে সময় ব্যয় করছেন, এমনকি ক্রিকেট নিয়েও নানা বক্তব্য রাখছেন।
সানি যদিও কোহলির ফিরে আসা নিয়ে সরাসরি কিছু মন্তব্যে যাননি। তিনি শুধু বলেছেন, ‘‘বিরাট না থাকলে টেস্টে দলের অধিনায়কত্ব করবে নিশ্চয়ই আজাঙ্ক রাহানে। ওর কাছেও সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে টেস্ট সিরিজ। আর এর আগেও আমি দেখেছি রাহানের নেতৃত্বে দল ভাল খেলেছে, সিরিজও জিতেছে।’’