
রুদ্ধশ্বাস জয় পাঞ্জাবের, বোলারদের দাপটে হারতে থাকা ম্যাচ জিতলেন রাহুলরা
দ্য ওয়াল ব্যুরো: এভাবেও ফিরে আসা যায়। আইপিএলের প্রথম সাত ম্যাচে জেতা ম্যাচ হারছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আর যখন সবাই আশা ছেড়ে দিয়েছিলেন তখন একের পর এক রুদ্ধশ্বাস জয় তুলে নিচ্ছে তারা। মাত্র ১২৬ রান ডিফেন্ড করে সানরাইজার্স হায়দরাবাদকে ১২ রানে হারাল তারা।
এদিন মাঠে নামা দুই দলের কাছেই জেতা ছাড়া কোনও উপায় ছিল না। ফর্মে থাকা রাহুলের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন মনদীপ সিং। রান পেলেও কেউ বড় রান পাননি। গেইলও শুরু করেছিলেন। কিন্তু নিজের দেশেরই হোল্ডারের বলে আউট হতে হয় তাঁকে।
তারপরেই খেই হারায় পাঞ্জাব। নিকোলাস পুরান ৩২ রান করলেও বাকিরা কেউ রান পাননি। ফলে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান তোলে তারা। বল হাতে ফের কামাল করেন রশিদ খান। দুটি করে উইকেট পান সন্দীপ শর্মা ও হোল্ডারও।
দেখে মনে হচ্ছিল সহজেই জিতে যাবে হায়দরাবাদ। ওয়ার্নার ও বেয়ারস্ট শুরুটা ভাল করেন। ওয়ার্নার ৩৫ রান করেন। বেয়ারস্ট ও আব্দুল সামাদ আউট হলেও মণীশ পাণ্ডে ও বিজয় শঙ্কর হাল ধরেন। দেখে মনে হচ্ছিল তাঁরা ফের দলকে জিতিয়ে দেবেন। কিন্তু শেষে গিয়ে ব্যাটিং বিপর্যয় হল হায়দরাবাদের।
শেষ চার ওভারে বল হাতে কামাল করলেন ক্রিস জর্ডন ও অর্শদীপ সিং। পরপর উইকেট পড়ে গেল হায়দরাবাদের। শেষ পাঁচ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৭ উইকেট হারাল তারা। আর তার ফলেই হাতের মধ্যে থাকা ম্যাচ হারিয়ে পিছিয়ে পড়ল তারা।
সংক্ষিপ্ত স্কোর – কিংস ইলেভেন পাঞ্জাব ১২৬/৭। পুরান – ৩২, রশিদ খান ১৪/২। সানরাইজার্স হায়দরাবাদ – ১১৪/১০। ওয়ার্নার – ৩৫, জর্ডন ১৭/৩, অর্শ দীপ ২৩/৩। কিংস ইলেভেন পাঞ্জাব ১২ রানে জয়ী।