
টসে জিতল পাঞ্জাব, প্রথমে ব্যাটিং নাইট রাইডার্সের
দ্য ওয়াল ব্যুরো: টুর্নামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে টসে হারল কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। অর্থাৎ প্রথমে ব্যাট করবে কলকাতা। নাইটদের দলে কোনও পরিবর্তন নেই। অর্থাৎ দিল্লি ম্যাচের প্রথম একাদশের উপরেই ভরসা রাখল নাইট ম্যানেজমেন্ট।
এদিন শারজার মাঠে টসে জিতে পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, “আমরা প্রথমে বল করতে চাই। টার্গেট থাকলে সুবিধা হবে। পরের দিকে শিশির কাজে আসতে পারে। একবার জিততে শুরু করলে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। একের পর এক ম্যাচে আরও ভাল পারফর্ম করার তাগিদ দেখা যায় ক্রিকেটারদের মধ্যে। আমাদের সাপোর্ট স্টাফরাও অনেক ভাল কাজ করেছেন। আমাদের দলে কোনও পরিবর্তন হয়নি।”
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগ্যান বলেন, “আমরাও প্রথমে বল করতাম। একই কারণে তা করতাম। আমরা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খুব ভাল খেলেছি। যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবেই খেলেছি। আমাদের ভবিষ্যৎ আমাদের হাতেই রয়েছে। এটা ভাল বিষয়। আন্দ্রে রাসেল এখনও ফিট হয়ে উঠতে পারেননি। তাই আমাদের দল একই রয়েছে।”
এই মুহূর্তে আইপিএলের চার নম্বর স্পটের জন্য প্রধান লড়াই হচ্ছে দুটি দলের মধ্যে। কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। আর তাই এই ম্যাচ দুটি দলের কাছেই খুব গুরুত্ত্বপূর্ণ। কলকাতা এদিন জিতলে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। অন্যদিকে পাঞ্জাব যদি আজ জিততে পারে তাহলে পয়েন্ট একই থাকলেও নেট রান রেটের বিচারে কলকাতাকে টপকে যাবে। তখন পরের দুটি ম্যাচ ডু অর ডাই হয়ে যাবে। তাই এই ম্যাচে জিতেই অনেকটা এগিয়ে থাকতে চাইবে তারা। এখন দেখার শামিদের বিরুদ্ধে ব্যাটিংয়ের শুরুটা কেমন করে তারা।