
আর্জেন্টিনার ব্রাজিল বধ, নির্বাসন থেকে ফিরেই মেসি ম্যাজিক
দ্য ওয়াল ব্যুরো: গত কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পরই বিস্ফোরণ ঘটিয়েছিলেন লিওনেল মেসি। সোজাসুজি বলে দিয়েছিলেন, “দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন দুর্নীতিগ্রস্ত।” তারপর মেসিকে রেয়াত করেনি লাতিন ফুটবলের নিয়ামক সংস্থা। দেশের চার মাস নির্বাসিত ছিলেন তিনি। শুক্রবার রাতে নির্বাসন কাটিয়ে ম্যাচে ফিরেছেন মেসি। তাও আবার ব্রাজিলের বিরুদ্ধে। আর সম্মানের লড়াইয়ের ম্যাচে ঝলসে উঠল মেসির বুট। তাঁর একমাত্র গোলেই ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা।
সৌদি আরবে অনুষ্ঠিত ম্যাচে প্রথম থেকেই পিছিয়ে ছিল ব্রাজিল। টিমে নেই অন্যতম অস্ত্র নেমার জুনিয়র। তার উপর মেসি স্কোয়াডে ফেরায় বাড়তি উজ্জীবিত ছিল আর্জেন্টাইন টিম। গোটা ম্যাচে বল দখলের শতাংশেও ব্রাজিলকে পিছনে ফেলে দিল আর্জেন্টিনা।
খেলার শুরুতেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। পাঁচ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল জেসাসকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু জেসাস সেই শট বাইরে মারেন। এর কিছুক্ষণ পর মেসিকে ফাউল করা হয় সেলেকাও বক্সে। পেনাল্টি দেন রেফারি। মেসির পেনাল্টি শট সেভ করে দেন ব্রাজিল তেকাঠির প্রহরী আলিসন। কিন্তু ফিরতি বল বুটের ডগা দিয়ে জালে জড়িয়ে দেন লিও। এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপরও একাধিক সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। কোনওটায় মেসির ভুল আর কোনওটায় আলিসনের দুরন্ত সেভ ব্রাজিলকে বড় ব্যবধানে হার থেকে রক্ষা করে। শুরু থেকেই ম্যাচ ছিল টানটান। মোট ফাউলের সংখ্যা ৪১। হলুদ কার্ড দেখেছেন দু’দলের ৬ ফুটবলার। কিন্তু শেষ পর্যন্ত বহুদিন পর ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা। আর কোপা আমেরিকার পর থেকে টানা পাঁচ ম্যাচ জয়হীন ব্রাজিল।