
নাইট রাইডার্সকে শুভেচ্ছা মমতার, ‘চ্যাম্পিয়নরা আজ মাঠে নামছে’, টুইট মুখ্যমন্ত্রীর
দ্য ওয়াল ব্যুরোঃ ২০১২ সালে প্রথমবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দৃশ্যটা প্রতিটা কলকাতাবাসীর মনে গাঁথা। হাজরা মোড় থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত ট্রফি নিয়ে শহর ঘুরেছিলেন গম্ভীররা। তারপরে ইডেনে হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। সবাইকে সম্মান জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দলের মালিক শাহরুখ খান নিজেও। বুধবার আবু ধাবিতে চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছেন নাইট রাইডার্স। তার আগে শুভেচ্ছা জানালেন মমতা।
এদিন নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “২০২০ সালে ইতিমধ্যেই বিরাম না নিয়ে সমস্যার মোকাবিলা করার জন্য ভারতের মন্ত্র হয়ে উঠেছে করব, লড়ব, জিতব। আরও একদল চ্যাম্পিয়ন আজ মাঠে নামছে। প্রত্যেক ঘরে আনন্দের বার্তা বয়ে আনার জন্য। নিজেদের আইপিএল মরসুম শুরু করার জন্য নাইট রাইডার্স ও স্নেহের শাহরুখকে অনেক শুভেচ্ছা।”
‘Korbo, Lorbo, Jeetbo’ has already been India’s spirit in 2020, fighting crises without breaking a sweat. Another set of champions hit the field today, trying to bring joy to every home.
My best wishes to @KKRiders & dearest @iamsrk as they begin their IPL campaign.#KKRHaiTaiyaar— Mamata Banerjee (@MamataOfficial) September 23, 2020
কলকাতা নাইট রাইডার্সের স্লোগান হল করব, লড়ব, জিতব। এই লড়াই করে জিতে নেওয়ার মন্ত্র যে বর্তমান করোনা পরিস্থিতিতেও সবথেকে গুরুত্বপূর্ণ সেটাও আরও একবার মনে করালেন মমতা। আর তাই সেই মন্ত্রে বলীয়ান হয়ে সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা জানালেন তিনি।
মমতার শাহরুখ প্রীতি কারও অজানা নয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই বলিউডের বাদশাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিলেন তিনি। সেই থেকে বাংলার পর্যটন থেকে শুরু করে খেলা, সব ক্ষেত্রেই শাহরুখকেই মুখ করেছে মমতা সরকার। প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকেন শাহরুখ। এছাড়া কলকাতা পুলিশের অনুষ্ঠান কিংবা অন্যান্য সরকারি অনুষ্ঠানেও উপস্থিত হয়ে মঞ্চ মাতাতে দেখা যায় এসআরকেকে।
খেলার প্রতিও ভালবাসা রয়েছে মুখ্যমন্ত্রীর। ইডেনে ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের উদ্বোধনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত হয়েছেন তিনি। বাজিয়েছেন ইডেন বেল। আবার বাংলার ফুটবলের প্রসারে এগিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। শতবর্ষে পা দেওয়া ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলার বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে।
চলতি বছর করোনা সংক্রমণের ফলে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে রয়েছে দেশ। স্বাস্থ্যবিধির নিয়মের মধ্যে থাকতে হচ্ছে সবাইকে। উৎসব থেকে শুরু করে খেলাধুলো, সব কিছুই বন্ধ। স্বাভাবিক জীবনেও অনেক বদল এসেছে। তাই এই সময়ের মধ্যে কিছুটা খুশি ও খোলা হাওয়ার বার্তা এনেছে আইপিএল। প্রথম ম্যাচেই আইপিএলের টিভি ভিউয়ারশিপ থেকে তা প্রমাণিত। সেই আনন্দই এবার বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কলকাতার দলকে শুভেচ্ছা জানালেন মমতা।