
রাজারহাট হোটেলে ‘মেডিকেল হাব’, জৈব সুরক্ষা বলয়েই হবে আই লিগ
দ্য ওয়াল ব্যুরো: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তারা জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আই লিগ করবে বলে জানিয়েছে বুধবার। ১০ জানুয়ারি মহামেডান স্পোর্টিং মাঠে নামছে। আইএসএল যে পরিকাঠামোর মধ্যে হচ্ছে, সেই একই ব্যবস্থা থাকবে আই লিগেও।
কয়েকদিন আগে আইএফএ শিল্ড জৈব সুরক্ষা বলয়ের মধ্যে করেনি আয়োজক আইএফএ। এই নিয়ে তুমুল সমালোচনাও হয়েছে। অনেক দল সেই কারণে টুর্নামেন্টে খেলতে আসেনি। সেই শিক্ষা নিয়েই ফেডারেশন ঠিক করেছে বায়ো বাবল সিস্টেমের মধ্যেই হবে দেশের দ্বিতীয় সেরা লিগ।
এই টুর্নামেন্টে খেলা দলগুলির ফুটবলাররা থাকবেন রাজারহাট হোটেলে। সেখানে থাকছে মেডিকেল হাবও। কারণ ফুটবলারদের কোভিড পরীক্ষা কিংবা তাঁদের যাবতীয় স্বাস্থ্য নিয়ে সজাগ থাকবেন স্বাস্থ্য কর্মীরা।
আই লিগ শুরুর আগে করোনা কালের কথা ভেবে প্রতিটি দলকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে সব উল্লেখ রয়েছে। যেমন, জৈব বলয় তৈরি করে শহরের দুটি পাঁচতারা হোটেলে থাকবে অংশগ্রহণকারী ১১টি দল। সবাইকে শুরুতে ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেলে প্রবেশের সময় প্রতিটি ফুটবলারের আরটি-পিসিআর কোভিড টেস্ট বাধ্যতামূলক। রিপোর্ট নেগেটিভ এলেই হোটেলে প্রবেশের অনুমতি থাকবে।

ওই ৭ দিনের কোয়ারেন্টিনে আরও দু’বার কোভিড টেস্ট করাতে হবে। এই দুটি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেই মিলবে অনুশীলন করার অনুমতি। প্রতিযোগিতা চলার সময় ৫-৬ দিন অন্তর করোনা পরীক্ষা বাধ্যতামূলক। এরপরেও কেউ করোনায় আক্রান্ত হলে ১৭ দিন তাকে দলের বাইরে অন্যত্র কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে ফেডারেশনের তরফে বলা হয়েছে, এবারের আই লিগ আরও বেশি চ্যালেঞ্জের। সবাইকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। টুর্নামেন্ট চলাকালীন ফুটবলাররা কেউই যেন হোটেলের বাইরে পা না রাখেন, তা হলে তাঁকে শাস্তি ও জরিমানা দুটিই দেওয়া হবে। এমনকি দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।