
ফিফা বর্ষসেরা : দৌড়ে মেসি, রোনাল্ডোর সঙ্গে এবার সালাহ
দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়নি। কিন্তু ফিফা বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনয়ন তালিকা দিয়ে দেওয়া হল। মোট সাতটি বিভাগ রেখে ফুটবলারদের নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে থেকে সর্বোচ্চ ভোট যিনি পাবেন, তিনিই হবেন বর্ষসেরা।
এমনকি বছরের দর্শনীয় গোলদাতার পুরস্কার ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন রাখা হয়েছে। সেরা ফুটবলারদের বাছাই করতে সর্বসাধারণের কাছেও আর্জি রেখেছে ফিফা, তারা জানিয়েছে, ফিফা ওয়েবসাইটে গিয়ে নিজের নাম দিয়ে লগ ইন করে ফুটবলারদের ভোট দেওয়া যাবে।
মেসি, রোনাল্ডো এবারও তালিকায়
লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা); ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল); ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(পর্তুগাল, জুভেন্টাস); রবার্ট লেভানদস্কি (পোল্যান্ড, বায়ার্ন মিউনিখ); কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম, ম্যান সিটি); থিয়াগো আলকানতারা (স্পেন, বায়ার্ন মিউনিখ/লিভারপুল); মহম্মদ সালাহ (মিশর, লিভারপুল); সাদিও মানে (সেনেগাল, লিভারপুল); কিলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি); নেইমার (ব্রাজিল, পিএসজি); সার্জিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ)।
লাস্ট লাইন অব ডিফেন্স
আলিসন বেকার (ব্রাজিল, লিভারপুল); মানুয়েল নয়্যার (জার্মানি, বায়ার্ন মিউনিখ); ইয়ান ওবলাক (স্লোভেনিয়া, আতলেতিকো মাদ্রিদ); থিবো কোর্তোয়া (বেলজিয়াম, রিয়াল মাদ্রিদ); মার্ক আন্দ্রে টের স্টেগেন (জার্মানি, বার্সেলোনা)।
সেরা কোচ (পুরুষ দল)
ইয়ুর্গেন ক্লপ (জার্মানি, লিভারপুল); জিনেদিন জিদান (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ); হান্স ডিটার ফ্লিক (জার্মানি, বায়ার্ন মিউনিখ); মার্সেলো বিয়েলসা (আর্জেন্টিনা, লিডস ইউনাইটেড); হুলেন লোপেতেগি (স্পেন, সেভিয়া।
তালিকায় নেই মেগান রাপিনো (সেরা মহিলা ফুটবলার)
লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড, অলিম্পিক লিওঁ/ম্যান সিটি); দেলফিন ক্যাসকারিনো (ফ্রান্স, অলিম্পিক লিওঁ); ক্যারোলিন গ্রাহাম হানসেন (নরওয়ে, বার্সেলোনা); পার্নিল হার্ডার (ডেনমার্ক, ভলফসবুর্গ/চেলসি); জেনিফার হার্মোসো (স্পেন, বার্সেলোনা); জি সো ইউন (দক্ষিণ কোরিয়া, বার্সেলোনা); স্যাম কের (অস্ট্রেলিয়া, চেলসি); সাকি কুমাগাই (জাপান, অলিম্পিক লিওঁ); সেনিফের মারোসোন (জার্মানি, অলিম্পিক লিওঁ); ভিভিয়ানে মিয়েদেমা (নেদারল্যান্ডস, আর্সেনাল); ইয়েন্ডি রেনার (ফ্রান্স, অলিম্পিক লিওঁ)।