
জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করল মহামেডান
দ্য ওয়াল ব্যুরো: জয় দিয়েই আই লিগ অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং। তারা সাতবছর পরে এবার আই লিগ খেলছে। এটি তাদের পক্ষে খুবই গৌরবজনক বিষয়।
আই লিগে খেলতে নামার আগে তাদের ইনভেস্টরদের সঙ্গে যা বিতর্ক ছিল, তা মিটে গিয়েছিল। দুই পক্ষের আলোচনা ফলপ্রসু হয়েছে, সেই কারণেই বিনিয়োগকারীদের নামই লেখা ছিল জার্সিতে।
শনিবার ফের খুশির খবর এই ঐতিহ্যবাহী ক্লাবটির পক্ষে। এদিন যুবভারতীতে সুদেভা দিল্লি এফসিকে তারা হারিয়েছে ১-০ গোলে। সাদা–কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি ফয়জল আলির।
করোনা কালে আইএসএলের পরে এবার সমান্তরালভাবে শুরু হয়ে গেল আই লিগও। দেশের দুটি জনপ্রিয় লিগেই রয়েছে বায়ো বাবল সিস্টেম। মাঠে দর্শকহীনভাবেই টুর্নামেন্ট হবে। এমনকি আই লিগের বাকি ম্যাচ হবে কল্যাণী স্টেডিয়াম, এবং মোহনবাগান মাঠেও।
ম্যাচের আগের দিনই খেলা শুরু সময় নিয়ে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন মহামেডান কোচ হাবিয়া। তিনি জানিয়েছিলেন, এই আবহাওয়ায় দুপুর দু’টোয় ম্যাচ হওয়ায় ফুটবলারদের পারফরম্যান্সে কিছুটা হলেও প্রভাব পড়বে। তবে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত এদিনের ম্যাচে শুরু থেকেই কিন্তু দুরন্ত খেলেছে সাদা–কালো ব্রিগেড।
উলটে সুদেভা যেন কিছুটা রক্ষণাত্মক ছিল। তবে কোনও দলই শেষপর্যন্ত গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে অবশ্য ম্যাচের একমাত্র গোলটি করেন মহামেডানের ফয়জল। প্রায় মাঝমাঠ থেকে একক প্রয়াসে বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। তারপর জোরালো শটে সুদেভার গোলরক্ষক রক্ষিত ডাগরকে পরাস্ত করেন। গোল হজম করে তা পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে সুদেভা। কিন্তু কিংসলের নেতৃত্বে সাদা–কালো রক্ষণ সমস্ত আক্রমণ প্রতিহত করে। শেষপর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মহামেডান স্পোর্টিং।
আই লিগের মতো বড় মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেও বেশ ভাল ফুটবল উপহার দেয় সুদেভা। প্রথমার্ধে ডান দিক থেকে বারবার আক্রমণ করতে থাকেন প্রাক্তন মোহনবাগান মিডফিল্ডার কিন লুইস। দুই প্রধানে খেলা প্রাক্তন মিডফিল্ডার পিন্টু মাহাতা যদিও দাগ কাটতে ব্যর্থ হন।
তরুণ ফয়জল আলি চমকে দেন সকলকে। দলে রাফায়েল ওডোইনের মতো বিদেশি স্ট্রাইকার থাকলেও বাঙালি এই মিডফিল্ডারই তিন পয়েন্ট এনে দিলেন মহমেডানকে। তাঁর গোলেই দিনের শেষে এই তিন পয়েন্ট আসায় খুব খুশি তরুণ এই ফুটবলার। ম্যাচের সেরাও হন তিনি। বৃহস্পতিবার মহামেডান তাদের পরের ম্যাচ খেলবে চার্চিলের বিরুদ্ধে।