
সঙ্গে নেই স্ত্রী-কন্যা, রাঁচির দেওরি মন্দিরে বন্ধুকে নিয়ে পুজো দিলেন ধোনি
দ্য ওয়াল ব্যুরো: বহুদিন পরে তিনি আবারও প্রকাশ্যে। গত আইপিএল শেষ হওয়ার পরে তাঁকে শেষবার দেখা গিয়েছিল দুবাইতে এক বিলাসবহুল মলে জাতীয় দলের ক্রিকেটার যজুবেন্দ্র চাহালের সঙ্গে। সেইসময় পাশে ছিলেন স্ত্রী সাক্ষি, এমনকি সদ্য বিবাহিত চাহালের সঙ্গে ছিলেন স্ত্রী ধনুশ্রী ভার্মাও।
সেই শেষ, ফের জনসমক্ষে এলেন এম এস ধোনি। রবিবার তাঁকে দেখা গিয়েছে রাঁচির জাগ্রত দেবতা দেওরি মন্দিরে। ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের পাশে দেখা যায়নি স্ত্রী ও কন্যা জিভাকে। সকালে মাহি যখন মন্দিরে আসেন, সেইসময় জানাজানি হতে অনুরাগীদের ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করতে হয়।
২০১৯ বিশ্বকাপের পরই নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তারপর গত বছর ১৫ আগস্ট লকডাউনের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।
তারপর থেকেই ধোনিকে দেখা গিয়েছে রাঁচিতে নিজের খামার বাড়িতে। এমনকি মুরগী নিয়ে বিশেষ পোলট্রি ব্যবসার কাজেও নিজেকে জড়িয়েছিলেন। গত আইপিএলে তাঁকে ও ধোনির দল চেন্নাই সুপার কিংসকে সেরা মেজাজে দেখা যায়নি। মেগা আসর থেকে প্রথম বিদায় নেয় ধোনির দলই।
MS Dhoni offers prayers at Ranchi’s famous Deori temple Ahend Of IPL 2021❤️💛 pic.twitter.com/cKDw58TOGE
— Dhoni IT Cell (@DhoniItCell) February 27, 2021
তাই এবার আইপিএল শুরুর আগে দেউরি মন্দিরে এসে পুজো দেওয়া বিশেষ তাৎপর্যবাহী মনে করা হচ্ছে। তিনি নিজে পোস্ট না করলেও ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে মাহির বেশ কয়েকটি ছবি।
যেখানে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট পরেই মন্দিরে হাজির ধোনি। গালে কাঁচা-পাকা দাড়ি। তবে সঙ্গে সাক্ষী ধোনি কিংবা মেয়ে জিভাকে দেখা যায়নি। ছোটবেলার বন্ধু সীমাত লোহানি যিনি পরিচিত চিট্টু সঙ্গে মন্দিরে গিয়েছিলেন ধোনি। এর আগেও দেওরি মায়ের আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এদিন তাঁকে যজ্ঞ করতেও দেখা গিয়েছে।