
আইপিএলের আগেই বড় ঘোষণা, ‘ক্যাপ্টেন সেভেন’ নামে স্পাই সিরিজ আনছেন ধোনি
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের আগে নতুন ইনিংস শুরু করতে চলেছেন এম এস ধোনি। এর আগেও তিনি অ্যানিমেটেড সিরিজ বানিয়েছেন। এবার পা রাখতে চলেছেন স্পাই সিরিজে। তার নামকরণও দিয়েছেন ‘ক্যাপ্টেন সেভেন’ নামে।
ধোনির জন্ম তারিখ সাত, ৭ জুলাই, আবার তিনি সাত নম্বর জার্সি পরেই খেলেন। সেই হিসেবেই এই নামকরণ ঠিক করেছেন মাহি ও তাঁর স্ত্রী সাক্ষি। আগামী বছর এই সিরিজের প্রথম সিনেমা বিশ্বের নানা ওটিজি প্ল্যাটফর্মে দেখা যাবে।
ধোনির নিজের সংস্থা ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অরেঞ্জ ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেডও। ক্যাপ্টেন সেভেনই হতে চলেছে দেশের প্রথম অ্যানিমেটেড স্পাই সিরিজ। এই প্রসঙ্গে ধোনি এক বার্তায় বলেছেন, ‘‘সিরিজের ধারণা অভিনব, ক্রিকেটের পাশাপাশি এটা আমার এক নতুন দিক খুলে দিয়েছে।’’
ক্যাপ্টেন সেভেন রোমাঞ্চকর একটা সিরিজ হতে চলেছে। যা নিয়ে ধোনির স্ত্রী সাক্ষী বলেছেন, ‘’যখন বিডব্লিউও চিত্রনাট্য ও ভাবনা বলেছিল, আমরা সেইসময় রাজি হয়ে যাই। এটা দারুণ পদক্ষেপ হতে চলেছে।’’
বিডব্লিউও-র সিইও ভাবিক বোরা বলেছেন, ‘সারা দেশে ধোনির অসংখ্য ফ্যান রয়েছে। এই সিরিজ সেই কারণেই আমরা বানাতে চেয়েছিলাম। কারণ বিশ্বে কোনও ক্রিকেটারকে কেন্দ্র করে সিরিজ হয়নি, যা হতে চলেছে ধোনির।’’ এও ঠিক, নানা ক্রিকেটারদের জীবনের গল্প নিয়েই এই সিরিজ চলবে। কোনও ক্রিকেটারের নামে বায়োপিক, আর তাঁকে কেন্দ্র করে সিরিজ চলা পৃথক বিষয়, এটি অনেক বড় কাজ।
সব থেকে বড় কথা, সম্প্রতি ধোনির স্ত্রী-কে প্রশ্ন করা হয়েছিল, অবসরের পরে আপনার বিখ্যাত স্বামীর কি পরিকল্পনা? সেই নিয়ে সাক্ষি জানান, ধোনি কোচ কিংবা ধারাভাষ্যকার নয়, তিনি তাঁর ধোনি এন্টারটেইনমেন্টের সঙ্গে জড়িয়ে রাখতে চান নিজেকে।