
ব্রাজিলীয় মার্সিলিনহো যোগ দেওয়ার দিনেই হার এটিকে-মোহনবাগানের
দ্য ওয়াল ব্যুরো: এটিকে-মোহনবাগান ম্যাচের সব চমক অপেক্ষা করে মূলত বিরতির পরেই। মঙ্গলবারও তাই হয়েছে। এক গোলে পিছিয়ে থেকে লড়াই করে ফিরে আসে রয় কৃষ্ণের গোলে। খেলার বয়স সেইসময় ৭২ মিনিট।
চলতি আইএসএলে প্রতি ম্যাচেই দেখা গিয়েছে বিরতির পরে হাবাসের ছেলেরা নয়া উদ্যমে মাঠে নামেন। এদিন যদিও দ্বিতীয়ার্ধে তারা গোল খেয়ে গিয়েছিল। ম্যাচের ৬০ মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেডের মাচাদো গোল করতে দেখা যায় তিরি মাঠে চোট পেয়ে শুয়েছিলেন। লাইন্সম্যান পতাকা তুললেও খেলা চালিয়ে যান রেফারি, গোল হতে তিনি সেটিকেই বহাল রেখে দেন।
শেষমেশ অবশ্য হাবাসের ছেলেদের লড়াই বৃথা গিয়েছে। তারা হার মেনেছেন ১-২ গোলের ব্যবধানে। হারার জেরে এটিকে-মোহনবাগান পয়েন্টের দিক থেকে ১৩ ম্যাচে ২৪ পয়েন্টেই থাকল। শীর্ষে থাকা মুম্বই ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে। আইএসএলে জোর সমস্যায় পড়ে গেল সবুজ মেরুন দল। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিনেই খালিদ জামিলের কৌশলে জব্দ হাবাসের দলের।


খেলা শেষ হওয়ার মিনিট ১৫ আগে থেকেই এটিকে-মোহনবাগান ম্যাচে ব্যবধান বাড়ানোর জন্য খেলতে থাকে। বিপক্ষ বক্সে আক্রমণ হানাচ্ছিলেন সেইসময় দলের আক্রমণভাগের তারকারা। কিন্তু উলটে গোল করে দিয়ে চলে যান গ্যালাগো, তিনি খেলার ৮১ মিনিটে এমন কোনাকুনি শট নেন, যা বারে লেগে বল জালে জড়িয়ে যায়।
খালিদ জামিলের প্রশিক্ষণাধীন নর্থ ইস্ট ইউনাইটেড ভাল খেলেছে। তাদের একটা সময় ম্যাচে বল দখলও বেশি ছিল। কিন্তু তারা গোলের দেখা পাচ্ছিল না, কিন্তু খালিদ আক্রমণে লোক বাড়াতেই কাজ হয়েছে। প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ এবার নয়া দায়িত্ব পেয়েছেন দলের। তিনি দলের ভারসাম্যকে সুন্দরভাবে বজায় রেখেছেন ম্যাচে। হেভিওয়েট বিপক্ষ দলকে নিয়ে তিনি রীতিমতো হোমওয়ার্ক করেছেন, সেটি ম্যাচে বোঝা গিয়েছে। তিনি মার্কিং রেখেছিলেন কৃষ্ণদের জন্য।
এদিকে, এদিনই এটিকে-মোহনবাগান দলে যোগ দিলেন ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সিলিনহো। ইতিমধ্যেই ব্র্যাড ইনম্যানকে লোনে ছেড়ে দিয়েছে তারা ওড়িশা এফসি-র কাছে। সেই ফ্রাঞ্চাইজি থেকেই মার্সিলিনহোকে নিলেন কর্তারা।
মার্সিলিনহো এমন একটি দিনে যোগ দিলেন, যেদিন দল হারল। পয়েন্ট তালিকায় অনেকটা পিছনে চলে গেল হাবাসের ছেলেরা। তাদের কাজ অনেক কঠিন হয়ে যাচ্ছে। রয় কৃষ্ণ গোল পেলেও তাঁর একার ওপর চাপ পড়ে যাচ্ছে। কারণ মনবীর সিং, ডেভিড উইলিয়ামসরা কবে গোল করবেন, কেউ জানে না। তাই মার্সিলিনহো এসে এটিকে-মোহনবাগানের পরিত্রাতা হন কিনা সেটাই দেখার বিষয়।