
শোয়েব মালিকের গাড়ি দুর্ঘটনার কবলে, কেমন আছেন পাক ক্রিকেটার
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের ক্রিকেটার তথা ভারতের টেনিস কুইন সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিকের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। যদিও এই দুর্ঘটনায় বিশেষ আহত হননি শোয়েব। যদিও তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এই দুর্ঘটনা থেকে অক্ষত অবস্থায় ফিরতে পারার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ জানিয়েছেন শোয়েব।
রবিবার রাতে পাকিস্তানের লাহোরে এই দুর্ঘটনা হয়। পাকিস্তান সুপার লিগের ২০২১ সালের প্লেয়ার ড্রাফটে অংশ নেওয়ার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে বের হচ্ছিলেন শোয়েব, যখন এই দুর্ঘটনা ঘটে।
পাক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সেন্টার থেকে খুব জোরে নিজের স্পোর্টস কার নিয়ে বের হন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। কিন্তু তারপরে গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। সেন্টারের কাছে একটি রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে তাঁর গাড়ির। এই ধাক্কায় গাড়ির সামনের অংশ পুরোপুরি তুবড়ে গিয়েছে। কিন্তু অক্ষত রয়েছেন শোয়েব।
দুর্ঘটনার পরে টুইট করে সবাইকে আশ্বস্ত করেন শোয়েব। তিনি বলেন, “আমি একদম ভাল আছি। হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটেছে। সর্বশক্তিমান আমার উপর দয়া দেখিয়েছেন। যাঁরা আমার জন্য চিন্তা করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। সবার ভালবাসা ও শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ।”
– "I am perfectly all right everybody. It was just a happenstance accident and Almighty has been extremely Benevolent. Thank you to each one of you who've reached out. I am deeply grateful for all the love and care…" ~ Shoaib Malik
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) January 10, 2021
পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৮৭ একদিনের ম্যাচ ও ১১৬ টি ২০ ম্যাচ খেলেছেন শোয়েব মালিক। এখনও খেলছেন তিনি। পাক দলের হয়তো সবথেকে বয়স্ক ক্রিকেটার এই মুহূর্তে শোয়েব। কিন্তু নিজের ফিটনেস ধরে রেখেছেন তিনি। সেইসঙ্গে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলে নিজের জায়গা পাকা করেছেন শোয়েব। তাই এই মুহূর্তে তাঁর অবসরের কোনও চিন্তা ভাবনা নেই বলেই জানিয়েছেন শোয়েব মালিক।