
ঋষভের কাউন্টার পাঞ্চ, ডিপেন্ডেবল পুজারার ব্যাটে লড়ছে ভারত
দ্য ওয়াল ব্যুরো: দিনের শুরুটা এর থেকে খারাপ হতে পারত না ভারতের জন্য। সবাই জানত এই ম্যাচে ভাল করতে হলে অধিনায়ক রাহানে ও অভিজ্ঞ পুজারা জুটিকেই সেটা করতে হবে। কিন্তু শুরুতেই আউট হয়ে যান রাহানে। সবাই ধরে নেয় লাঞ্চের আগেই হয়তো শেষ হয়ে যাবে ভারতের ব্যাটিং। আর তখনই নেমে এক অন্য খেলা শুরু করলেন ঋষভ পন্থ। আইপিএলের মোডে চলল তাঁর ব্যাট। অন্যদিকে সঙ্গ দিচ্ছেন পুজারা। এই দু’জনের ব্যাটে এখনও লড়াইয়ে রয়েছে ভারত।
পঞ্চম দিনের শুরুতেই ন্যাথন লিওঁর বলে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহানে। আগের দিনের সঙ্গে কোনও রান যোগ না করেই আউট হন অধিনায়ক। তারপরে পুজারার সঙ্গে পার্টনারশিপ গড়েন পন্থ। হনুমা বিহারির আগে এদিন তাঁকে নামায় ম্যানেজমেন্ট। আর নেমে নিজের কাজটা খুব ভালভাবে করলেন ভারতের এই উইকেট কিপার-ব্যাটসম্যান।
পন্থ নামার পরে রানের গতি অনেকটাই বেড়ে যায়। পুজারা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খেললেও আক্ররমণাত্মক ছিলেন ঋষভ। বেশ কিছু বড় শট খেলেন তিনি। মাত্র ৬৪ বলে নিজের হাফসেঞ্চুরি করেন পন্থ। অন্যদিকে সলিড দেখাচ্ছে পুজারাকেও। ধীরে ধীরে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা।
লাঞ্চের বিরতি পর্যন্ত ভারতের রান ৩ উইকেটে ২০৬ রান। পন্থ ৭৩ ও পুজারা ৪১ করে খেলছেন। এখনও ২০১ রানে পিছিয়ে ভারত। অন্তত ৬০ ওভারের খেলা এখনও বাকি। তাই এখনও দু’দিকেই যেতে পারে খেলার ফল। দ্বিতীয় সেশনেই হয়তো ম্যাচের ভাগ্য অনেকটা পরিষ্কার হয়ে যাবে। রানের গতি বজায় রাখার সঙ্গে উইকেটও ধরে রাখতে হবে ভারতকে। এখন দেখার দ্বিতীয় সেশনে কতটা পরিণত মানসিকতা দেখাতে পারেন ঋষভ।