
মেসি নিরুত্তাপ, সৌদির বড় অঙ্কের অর্থের প্রস্তাব ফেরালেন রোনাল্ডো
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা মহাতারকা, তাঁদের একটি সিদ্ধান্তের ওপর সকলে তাকিয়ে থাকে। সেই কারণেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের বড় অঙ্কের প্রস্তাব ফেরাতে সেটাই আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে।
সৌদি আরবের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব পেয়েছিলেন লিওনেল মেসি, রোনাল্ডো দু’জনেই। মেসি এখনও তাঁর সিদ্ধান্তের কথা না জানালেও, রোনাল্ডো যে সেই প্রস্তাব গ্রহণ করতে পারবেন না, সেটি বলে দিয়েছেন। দুই মহাতারকাকেই প্রায় ৫৪ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।
নিজেদের নতুন প্রচার ‘ভিজিট সৌদি‘র অংশ হিসেবে সৌদি আরবের পর্যটন বোর্ড দিয়েছিল এই প্রস্তাব। একইরকম প্রস্তাব তারা পাঠিয়েছে মেসিকেও। আগামী মাস থেকে প্রচার শুরু করবে সৌদি আরবের পর্যটন বোর্ড। বিশ্বজুড়ে এই বিশেষ প্রচারকে নজরে আনার লক্ষ্যেই ক্রীড়া জগতের বড় বড় তারকাদের এতে যুক্ত করতে চাইছে আরব দেশটি।
রাজনৈতিক নানা কারণে নিজেদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে সেই দেশের সরকারের। তাই তারা বিশ্বের নামী ব্যক্তিত্বদের কাজে লাগিয়ে ফের বিদেশীদের মন পাওয়ার চেষ্টায় নেমেছে। সেই তালিকায় রোনাল্ডোসহ আরও অনেক তারকাদের ব্যক্তিত্বকে তারা কাজে লাগাতে চেয়েছিল। কিন্তু রোনাল্ডো সরাসরি তাদের ‘না’ বলে দিয়েছেন।
সৌদি আরব তাদের ইমেজ ফিরিয়ে আনতেই ২০১৯ সালে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেতিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়াকে নিয়ে স্প্যানিশ সুপার কাপ নিজেদের দেশে আয়োজন করেছিল সৌদি আরব।
রোনাল্ডোকে এর আগে কাতার, কুয়েত মধ্য প্রাচ্যের দেশগুলি তাদের মানবিক কারণে নানাভাবে পাশে চেয়েছিল, সেইসময় না করেননি রোনাল্ডো। তিনি বহুবার জাত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবকিছুর উর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশেও দাঁড়িয়েছেন, কিন্তু যখনই তিনি দেখেছেন তাঁর ক্যারিশমাকে কাজে লাগিয়ে কোনও দেশ হৃত গৌরব ফিরিয়ে আনতে চেয়েছেন, সেইসময় কূটনৈতিকভাবে তাদের পাশে থাকবেন না, বলে দিয়েছেন।