
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মহানজির স্পর্শ করলেন রোনাল্ডো
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই অসামান্য একটি ল্যান্ডমার্কে পৌঁছালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি কোথায় শেষ করবেন কেউ জানে না। প্রায় দিনদিন তিনি একটি চূড়া স্পর্শ করছেন। এবার এমন এক রেকর্ড গড়লেন, যা বহুদিন সমাদৃত হবে।
রবিবার জুভেন্তাসের জার্সিতে গোল করে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের নজির ছুঁয়ে প্রাক্তন অস্ট্রিয়া-চেক তারকা জোসেফ বিকানের সঙ্গে একই আসনে বসলেন সিআর সেভেন।
সিরি-এ রবিবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সাসৌলোর বিরুদ্ধে জুভেন্তাসের ৩-১ ব্যবধানে জয়ে শেষ গোলটি করে এই কীর্তিটি গড়েন রোনাল্ডো৷ ম্যাচের অতিরিক্ত সময়ে দানিলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি৷ সেই সঙ্গে ইতিহাস গড়লেন পর্তুগিজ মহাতারকা৷
১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছিলেন প্রাক্তন অস্ট্রিয়া-চেক তারকা বিকান৷ সে সময়ে বর্তমানের মতো এতটা নিখুঁতভাবে পরিসংখ্যান রাখা হত না৷ তাই গোলের সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে৷ তবে ডেইলি মেইল-সহ বেশ কিছু নামী পত্রিকার হিসেবে অনুযায়ী বিকানের গোল সংখ্যা হল ৭৫৯টি৷ অর্থাৎ ইতিহাসে সর্বোচ্চ৷ রবিবার সেই রেকর্ড স্পর্শ করলেন রোনাল্ডো৷ রেকর্ডটি ছুতে ১০৩৯টি ম্যাচ লেগেছে পাঁচবারের বর্ষসেরার।
গত ৩ জানুয়ারি ঘরের মাঠে সিরি-এ উদিনেজের বিরুদ্ধে জুভেন্তাসের ৪-১ ব্যবধানে জয়ের পথে দু’বার জালে বল পাঠিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় কিংবদন্তি পেলেকে ছাপিয়ে গিয়েছিলেন রোনাল্ডো৷ প্রথম গোল করে পেলে’কে ছুঁয়ে ফেলার পর দ্বিতীয় গোল করে ফুটবল সম্রাটকে টপকে গিয়েছিলেন পর্তুগিজ তারকা৷ উদিনেজের বিরুদ্ধে জোড়া গোল করে দেশ ও ক্লাব মিলিয়ে ৭৫৮টি গোলের মালিক হয়েছিলেন রোনান্ডো৷
গতকাল রাতে জুভেন্তাসের জার্সিতে আরও একটি গোল করে অস্ট্রিয়া-চেক তারকা জোসেফ বিকানকে ছুঁয়ে ফেলেন রোনাল্ডো৷ ২০০২ সালে স্বদেশিয় ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার কেরিয়ারে পথ চলা শুরু হয়েছিল পর্তুগিজ তারকার৷
ক্লাব ফুটবলে ৬৫৭টি গোল করেছেন রোনাল্ডো৷ আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচে ১০২টি গোল করেছেন তিনি৷ ১৮ বছরের কেরিয়ারে প্রতি মরশুমে গড়ে ৪২টি করে গোল করেছেন বিশ্বের অন্যতম সেরা তারকা।
এ জয়ের পরে পয়েন্ট টেবিলে জুভেন্টাসের অবস্থান চতুর্থ। এ পর্যন্ত খেলা ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। শীর্ষে থাকা এসি মিলান ১৭ ম্যাচে অর্জন করেছে ৪০ পয়েন্ট। সাসৌলো ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকায় সাতে।