
জুভেন্টাসকে ট্রফি এনে দিয়ে সর্বোচ্চ গোলের মালিক হলেন রোনাল্ডো
দ্য ওয়াল ব্যুরো: ক্লাবের হয়ে ২৯তম ট্রফি জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালির সুপার কাপ পেল জুভেন্তাস, তারা ২-০ ব্যবধানে নাপোলিকে হারিয়েছে।
জুভেন্তাসকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। ৬৪ মিনিটে কর্নার থেকে কয়েকজনের পা ঘুরে বলে এসেছিল পর্তুগিজ তারকার কাছে। বক্সের মধ্যে থেকে গোলের এমন সুযোগ হাতছাড়া করেননি তিনি। নাপোলির কাছে সুযোগ এসেছিল সমতা ফেরানোর। খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে পেনাল্টি পেয়েছিল নাপোলি। কিন্তু বাইরে মারেন ইনসিগনে। আর খেলার শেষ শটে গোল পেয়ে আলভারো মোরাতা ব্যবধান বাড়িয়ে নেন।
এই গোলের সুবাদে সর্বোচ্চ গোলের মালিক হলেন রোনাল্ডো। সিআর সেভেনের মুকুটে নয়া পালক। তিনি ৭৬০টি গোলের মালিক হলেন। অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার জোসেফ বিকানের ৭৫৯টি গোলের গণ্ডি টপকে বিশ্বের সর্বাধিক ৭৬০টি (দেশ ও ক্লাব) গোলের মালিক হলেন রোনাল্ডো৷
কেরিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন রোনাল্ডো, এবার তাঁর মুকুটে যোগ হল আরও একটি রেকর্ড৷ দিন দশেক আগে সিরি-এ টুর্নামেন্টে আলিয়াঞ্জ স্টেডিয়ামে সায়োলোর বিরুদ্ধে জুভেন্তাসের জার্সিতে বিকানের ৭৫৯টি গোলের ছুঁয়েছিলেন রোনাল্ডো৷ রেকর্ডটি ছুতে ১০৩৯ ম্যাচ লেগেছে পাঁচবারের বর্ষসেরা পর্তুগিজ তারকার৷ লিওনেল মেসির দখলে রয়েছে ৭১৯টি গোল৷
১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছিলেন প্রাক্তন অস্ট্রিয়া-চেক তারকা বিকান৷ সেইসময়ে এত নিখুঁতভাবে পরিসংখ্যান রাখার চল ছিল না। তাই গোলের সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে৷ তবে ‘ডেইলি মেল’-সহ বেশ কিছু পত্রিকায় প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের গোল সংখ্যা হল ৭৫৯টি৷ যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ বল ধরা হয়৷ ১০৪২টি ম্যাচে নতুন এই মাইলস্টোন গড়লেন রোনাল্ডো৷