
আকাশই সীমা, উড়তে থাক নেমার, আবেগে ভাসলেন রোনাল্ডো
দ্য ওয়াল ব্যুরো : নেমারকে প্রশংসার সাগরে ভাসিয়ে দিলেন ব্রাজিলীয় রোনাল্ডো। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলের সুপারস্টার নেমার। তাঁর এমন পারফরম্যান্সের সুবাদে পেরুকে ৪-২ গোলে হারিয়ে শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সেদিনের হ্যাটট্রিকে শুধু দলকেই জেতাননি নেমার, গড়েছেন নিজ দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ডও। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো দ্য লিমার করা ৬২ গোলের রেকর্ড ভেঙে, জাতীয় দলের হয়ে নেমারের গোলসংখ্য এখন ৬৪টি।
আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার পেলের দখলে। ব্রাজিলের জার্সি পেলের গোলসংখ্যা ৭৭। আর ১৪টি গোল করতে পারলেই নেমার সেই মহামূল্যবান রেকর্ড স্পর্শ করবেন। ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, নেমার সেই নজিরও ভেঙে ফেলবেন।
এর মধ্যেই যাঁর নজির সবেমাত্র ভাঙলেন, সেই ব্রাজিলীয় কিংবদন্তি রোনাল্ডোর শুভকামনাও পেয়ে গিয়েছেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রোনাল্ডো লিখেছেন, ‘‘তোমার জন্য সব সম্মান অপেক্ষা করে রয়েছে নেমার। নেমারের অনেক গুণ, ড্রিবল করে, গোল করে, সতীর্থকে খেলায়, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়। আকাশ হলো সীমা, উড়তে থাকো নেমার।’’
এখানেই শেষ করেননি তিনি। আরও লিখেছেন অনুজ সম্পর্কে,‘‘কী অসাধারণ এক গল্প তুমি লিখে চলেছ নেমার। একজন পরিপূর্ণ এবং ক্রমাগত উন্নতি করতে থাকা খেলোয়াড়। মাঠের মধ্যে চাপ সামাল দেওয়াটা মাঝেমধ্যে বল নিয়ে খেলার চেয়েও বেশি চ্যালেঞ্জিং।’’
নেমার সম্পর্কে আবেগমুখর রোনাল্ডো, যিনি ২০০২ সালে একার কাঁধে ব্রাজিলকে বিশ্বসেরা করেছিলেন। তিনি আরও জানিয়েছেন, নেমার তুমি বলবে কোথা থেকে এসেছ তুমি? আমাদের কে বলবে যে কোনটা অসম্ভব? নিজের সামর্থ্যে বিশ্বাস রাখ। কেননা প্রতিভা পুরোপুরি তোমার, এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। তোমার সামনে আরও অনেক রেকর্ড এবং সাফল্য অর্জন বাকি রয়েছে।’’