
রাহানেদের সামলাতে দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠানো উচিত: বেঙ্গসরকার
দ্য ওয়াল ব্যুরো: অ্যাডিলেডে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে লজ্জার রেকর্ড গড়েছে ভারত। মাত্র ৩৬ রানে শেষ হয়ে গেছে দল যা ভারতের ইতিহাসে এক ইনিংসে সবথেকে কম। আর এই অবস্থায় ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং টেকনিক সামলাতে ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠানো উচিত বলেই মনে করেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান তথা প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার। তার মতে এই মুহূর্তে কোভিড পরিস্থিতিতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বন্ধ। তাই এই দায়িত্ব নিয়ে দ্রাবিড়কে অস্ট্রেলিয়াতে পাঠানো উচিত।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বেঙ্গসরকার বলেন, “বিসিসিআইয়ের উচিত দলকে সাহায্য করতে রাহুল দ্রাবিড়কে অস্ট্রেলিয়া পাঠানো। যে পরিবেশে বল সুইং করছে সেখানে ব্যাটসম্যানদের সাহায্য করতে দ্রাবিড়ের থেকে ভাল কেউ নেই। নেটে তাঁর উপস্থিতি দলকে মানসিকভাবে অনেক শক্তি দেবে। কোভিডের জন্য গত ৯ মাসে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বন্ধ রয়েছে। তাই এই মুহূর্তে দ্রাবিড়ের কিছু করার নেই।”
বিরাট কোহলিকে আগামী তিন টেস্টে পাবে না ভারত। তাতে দলের ব্যাটিংয়ে অবস্থা আরও খারাপ হতে পারে। সেই প্রসঙ্গেও বেঙ্গসরকার বলেছেন, “ভারতীয় দলের সঙ্গে আর বিরাট থাকবেন না। তাই বোর্ড দ্রাবিড়কে সেখানে পাঠালে অনেক বেশি ভাল করবে।”
এই মুহূর্তে রোহিত শর্মা সিডনিতে কোয়ারেন্টাইন পিরিয়ডে রয়েছেন। তৃতীয় টেস্টে সিডনিতে দলের সঙ্গে যোগ দেবেন রোহিত। সেই প্রসঙ্গে বেঙ্গসরকার জানিয়েছেন, “যদি রোহিত এই সময় দু’সপ্তাহের কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাচ্ছে তাহলেও সিডনিতে তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে নেটে যোগ দেবে ও। কারণ ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট। তাই এই মুহূর্তে দ্রাবিড়কে ভারতীয় দলের সঙ্গে পাঠিয়ে দেওয়া উচিত। তাহলে তিনিও তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।”
আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এখন দেখার আগের ম্যাচের ব্যর্থতা ভুলে সেখানে ভারতীয় দল ফিরে আসতে পারে কিনা।