
সন্দেশ ঝিঙ্গান মোহনবাগানে, ৫ বছরের ‘রেকর্ড’ চুক্তিতে সই জাতীয় দলের ডিফেন্ডারের
দ্য ওয়াল ব্যুরোঃ অবশেষে অপেক্ষার অবসান। কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে-মোহনবাগানে সই করলেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। সূত্রের খবর, ক্লাবের সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে তাঁর। এমনকি ভারতীয় ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি দর নাকি পেয়েছেন সন্দেশ। তিনি এবার তাঁর দর দিয়েছিলেন ৩ কোটি টাকা। অতটা না দিলেও ৫ বছরের জন্য নাকি প্রায় ১০ কোটি টাকা দেওয়া হচ্ছে সন্দেশকে, এমনটাই ক্লাবসূত্রে খবর। অবশ্য এই বিষয়ে এখনও এটিকে-মোহনবাগান বা সন্দেশের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে ক্লাবসূত্রে খবর, চুক্তি পাকা। শুধু তা ঘোষণার অপেক্ষা।
সন্দেশের যোগদান নিয়ে এর আগেও অনেকবার জল্পনা শোনা গিয়েছে। কিন্তু মোহনবাগান কর্তারা কোনও বিবৃতি দেননি। তাঁদের যুক্তি ছিল, চুক্তি হলেই সবাই সবটা জানতে পারবেন। তবে মোহনবাগানের হাঁড়ির খবর নিজেই টুইট করে জল্পনা বাড়ান মিনার্ভা পাঞ্জাবের মালিক রঞ্জিত বাজাজ। গত ৯ সেপ্টেম্বর তিনি টুইট করে জানান, ‘‘সবুজ মেরুন সমর্থকদের জন্য ভাল খবর, তাঁরা পাঁচ বছরের চুক্তিতে পেয়ে যাচ্ছে সন্দেশ ঝিঙ্গানকে। ওয়াহ কী দারুণ সই!’
গত বছর সেপ্টেম্বর মাসেই গুয়াহাটিতে জাতীয় শিবিরে থাকার সময় চোট পান সন্দেশ। তারপর থেকেই কেরালা তাঁর সার্ভিস পায়নি। সেই কারণেই কেরালা চলতি মাসেই টুইট করে জানিয়ে দেয়, এবার আমাদের সঙ্গে নেই সন্দেশ, ওকে চাইছে ইস্টবেঙ্গল, হয়তো কলকাতাতেই দেখা যেতে পারে ওঁকে। কিন্তু সন্দেশের সঙ্গে এটিকে-মোহনবাগান কর্তারা যোগাযোগ রাখছিলেন শুরু থেকেই। তাদের কাছে এই নামী ডিফেন্ডারের দাবি ছিল তিন কোটি টাকা। তাই নিয়েই আলোচনা চলছিল। অবশেষে চুক্তি পাকা হয়েছে বলে খবর।
এদিকে অনেক চেষ্টা করেও সন্দেশকে পাওয়া যাবে না ধরে নিয়ে লাল হলুদ কর্তারা আরও তিন তারকার সঙ্গে কথা বলেছেন। সেই তালিকায় রয়েছেন নারায়ণ দাস, আনাস এথোডিকা, জেজে লালপেখুয়ার সঙ্গে।
২৭ বছরের ঝিঙ্গানও চুপ নিজের চুক্তি নিয়ে। বাগান সূত্রে জানা গিয়েছে, দলের তরফে ঘোষণা না হওয়া পর্যন্ত নিজে কিছু বলছেন না সন্দেশ।
এদিকে আজই আবাসিক শিবির করতে গোয়া রওনা দিলেন এটিকে-মোহনবাগানের ফুটবলাররা। হাসিমুখে কলকাতা বিমানবন্দরে দেখা যায় প্রবীর দাসদের। চুক্তি ঘোষণা হয়ে গেলে সন্দেশও যোগ দেবেন শিবিরে, এমনটাই জানা গিয়েছে।
Mask ✅ ; Gloves ✅
Ready to fly!! 🛫
GOA, here we come!! 🏖️#ATKMB #Mariners #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/ZrLUAmPsYU— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) September 26, 2020