
বিরুষ্কার মতো তাঁরাও ভাসছেন আনন্দে, ‘দঙ্গল কন্যা’ও মা হলেন একইদিনে
দ্য ওয়াল ব্যুরো: তিনিও ভাসছেন অসীম আনন্দে, তাঁর কোল আলো করেও এল সন্তান। তিনি ‘দঙ্গল কন্যা’ কুস্তির রানী কমনওয়েলথ গেমস জয়ী ববিতা ফোগত।
সোমবার স্বামী বিবেককে পাশে নিয়ে সদ্যোজাত পুত্রের ছবি পোস্ট করেছেন ববিতা। এবং লিখেছেন, ‘‘আমাদের নতুন সূর্যোদয়ের সঙ্গে আলাপ করুন, স্বপ্ন দেখায় বিশ্বাস করুন। কারণ তা সত্যিও হয়।’’
ববিতাকে প্রথম মনে হয় শুভেচ্ছা জানিয়েছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল। তারপর একে একে তাঁকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দেন সুরেশ রায়না থেকে বলিউড তারকারাও।
“Meet our little SONshine.”🧿
“Believe in dreams; they do come true. Ours came dressed in blue!”💙#mother #love #care pic.twitter.com/66CE8b43tx
— Babita Phogat (@BabitaPhogat) January 11, 2021
যে দিনে অনুষ্কা শর্মা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, সেই একই দিন স্মরণীয় হয়ে থাকল ববিতা ও তাঁর স্বামী বিবেকের কাছেও। তাঁরাও আপ্লুত এই ঘটনায়। আনন্দের সাগরে ভাসছেন এই তারকা দম্পতিও।
২০১৯-এর ডিসেম্বরে সতীর্থ কুস্তিগির বিবেক সুহাগের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ‘দঙ্গল’ কন্যা। হরিয়ানার বালালি গ্রামে ববিতার বাড়িতেই বিয়ের আয়োজন হয়েছিল। তবে সেই বিয়ে নজর কেড়েছিল অন্য কারণে। সাত নয়, স্বামীর সঙ্গে গাঁট ছড়া বেঁধে আট পাক ঘুরেছিলেন তিনি। যার পিছনে ছিল একটি মহৎ উদ্দেশ্য।
ওই আট পাঁকে ঘোরা ছিল অন্য একটি প্রচ্ছন্ন প্রতিবাদের ভাষা। কারণ তিনি মনে করেন, যে দেশে নারী নির্যাতনের ঘটনা লেগেই রয়েছে। মহিলাদের এতটুকু নিরাপত্তা নেই, সেই দেশের ওই নিপীড়িতদের জন্য তাঁর আরও পাক ঘোরা উচিত। এমনকি ববিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচীতেও অংশ নিয়েছিলেন।