
ঋষভে এখনও আস্থা বোর্ডের, ঋদ্ধিমানকেও সেরা বললেন সৌরভ
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট ম্যাচের সময় একটা সঙ্কট থাকতই, কিন্তু ঋদ্ধিমান সাহা ক্রমে ফিট হয়ে যাওয়ায় সেদিক থেকে অনেকটাই চিন্তামুক্ত ভারতীয় শিবির। ঋদ্ধি আইপিএলে ভাল ফর্মে ছিলেন, সেই কারণে মনে করা হচ্ছে ওই মেজাজ যদি অজি সফরেও দেখা যায়, ভালই হবে।
এম এস ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ভাবা গিয়েছিল ঋষভ পন্থ সেই জায়গা নিতে পারবেন, কিন্তু ক্রমে দেখা গিয়েছে তিনি ফর্মে নেই, এমনকি আইপিএলেও তাঁকে সেরা ছন্দে দেখা যায়নি। তারপরে ঋদ্ধিমানের চোট প্রবণতা এত বেশি যে বিকল্প হিসেবে উঠে এসেছিল সঞ্জু স্যামসন কিংবা ঈশান কিশানের নাম।
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও সর্বভারতীয় এক ইংরাজি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘আমাদের দলে তো এখনও দুই সেরা উইকেটকিপার রয়েছে ঋদ্ধিমান ও ঋষভ, ওরা দুইজনই ভাল। আমাদের দলে উইকেটকিপার-ব্যাটসম্যান নিয়ে কোনও সমস্যা নেই।’’
স্যামসন যদিও ওয়ান ডে এবং টোয়েন্টি ২০ দলে রয়েছেন, তিনিই ঋষভের বিকল্প। কিন্তু বোর্ডের যে এখনও ঋষভ নিয়ে একটা দুর্বলতা রয়ে গিয়েছে, সেটি বোঝা গিয়েছে সৌরভের কথায়। তিনি বলেছেন, ‘‘ঋষভ তরুণ প্রতিভা, ওকে আমাদের সকলকে গাইড করতে হবে, ও ঠিক ঘুরে দাঁড়াবে।’’

ঋষভ যদিও ওয়ান ডে এবং টি ২০ দলে নেই, তাঁকে রাখা হয়নি। শেষমেশ যদি ঋদ্ধিমান টেস্ট সিরিজ খেলে দেন, তা হলে ঋষভ সারা অস্ট্রেলিয়া সফরেও সুযোগ পাবেন না। তবে এও ঠিক, যেই খেলুক না কেন, দলে সুস্থ প্রতিযোগিতা রয়েছে। সেটি জানিয়েছেন খোদ প্রেসিডেন্টও। সৌরভ বলেছেন, লড়াই করে দলে আসতে হবে।
ঋদ্ধিমানের প্রতি ভরসা রয়েছে সকলের, কিন্তু তিনি মাঝপথে চোট পেয়ে ছিটকে যান, সেই কারণেই ঋষভকে রেখে দেওয়া হয়েছে। তবে স্যামসনকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভাবছে ওয়ান ডে এবং টি ২০ ম্যাচের কথা ভেবেই। কারণ আইপিএলে দেখা গিয়েছে স্যামসন দ্রুত রান তুলতে পারেন।
ঋদ্ধিমানও তা পারেন, কিন্তু তাঁর নামে তকমা দেওয়া হয় টেস্ট ক্রিকেটার হিসেবে। সেই নিয়ে শচীন তেন্ডুলকরও আইপিএলের সময় বলেছিলেন, ‘‘ঋদ্ধিমানকে আমরা টেস্টে ক্রিকেটের বাইরেও ভাবতে পারি, ওর সেই ক্ষমতা আগেও ছিল, এখনও রয়েছে।’’