
ইতিহাসে লেখা থাকবে এই সিরিজ জয়, টুইট সৌরভের, দলকে ৫ কোটি টাকা বোনাস ঘোষণা বিসিসিআইয়ের
দ্য ওয়াল ব্যুরো: গাব্বায় অজি দম্ভ চূর্ণ করে ইতিহাস তৈরি করল ভারত। পরপর দু’বার অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো সামান্য কথা নয়। আর এই সিরিজ জয়ের পরেই টুইট করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সিরিজ জয় ইতিহাসে লেখা থাকবে বলেই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেইসঙ্গে দলের জন্য ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করল বিসিসিআই।
এদিন ব্রিসবেনে ভারতের জয়ের পরে সৌরভ টুইট করে বলেন, “দুরন্ত জয়। এই ভাবে অস্ট্রেলিয়াতে গিয়ে টেস্ট সিরিজ জয় মুখের কথা নয়। ভারতীয় দলের ক্রিকেট ইতিহাসে এই জয় সবসময় লেখা থাকবে। বিসিসিআই দলের জন্য ৫ কোটি টাকা বোনাসের ঘোষণা করছে। এই জয়ের মূল্য কোনও সংখ্যা দিয়ে বিচার করা যাবে না। দলের প্রত্যেক সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা।”
Just a remarkable win…To go to Australia and win a test series in this way ..will be remembered in the history of indian cricket forever ..Bcci announces a 5 cr bonus for the team ..The value of this win is beyond any number ..well done to every member of the touring party..
— Sourav Ganguly (@SGanguly99) January 19, 2021
সিডনিতে তৃতীয় টেস্টে হনুমা বিহারী, রবিচন্দ্রণ অশ্বিন, ঋষভ পন্থ ও চেতেশ্বর পুজারার লড়াইয়ের প্রশংসা শোনা গিয়েছিল সৌরভের গলায়। তিনি বলেছিলেন, “এবার আশা করি বোঝা যাচ্ছে দলে পূজারা, অশ্বিন এবং পন্থের গুরুত্বটা ঠিক কতটা! ভাল বোলিংয়ে লাইনআপের বিরুদ্ধে টেস্টে তিন নম্বরে ব্যাট করাটাও একটা বড় কাজ।” অশ্বিনের নাম না করেই সৌরভ বলেন, প্রায় ৪০০ উইকেট নেওয়াটা মামুলি ব্যাপার নয়।
সিংহের গুহায় ঢুকে সিংহ বধ করল ভারত। গাব্বায় ৩২ বছর ধরে টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। আর কোনও দিন জেতেনি ভারত। সেই পরিসঙ্খ্যান বদলে দিল ভারতের তরুণ তুর্কীরা। এর ফলে পরপর দুটি সিরিজে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাল ভারত। বর্ডার গাভাসকার ট্রফি নিজেদের কাছেই রাখলেন রাহানেরা।
পঞ্চম দিনে দুরন্ত ব্যাটিং করলেন শুবমান গিল ও ঋষভ পন্থ। দুই তরুণ নিজেদের ছন্দে ব্যাট করলেন। অন্যদিকে একদিক ধরে রাখলেন অভিজ্ঞ চেতেশ্বর পুজারা। তার ফলে টানটান এই থ্রিলারে বাজিমাত করল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে সবথেকে বেশি রান তাড়া করে জিতল ভারত। সেইসঙ্গে সিরিজ ২-১ ব্যবধানে জিতে বর্ডার গাভাসকার ট্রফিও নিজেদের নামে করে নিলেন রাহানেরা। আর তারপরেই সৌরভের তরফে এই ঘোষণা করা হল।