
কোভিড নিয়ম বদল না হলে ব্রিসবেনে দলই পাঠাবে না সৌরভদের বোর্ড
দ্য ওয়াল ব্যুরো: একেবারে হেস্তনেস্ত চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছে, কোয়ারেন্টিন নিয়মে বদল না আনলে তারা ব্রিসবেনে দলকে খেলতে পাঠাবে না। বৃহস্পতিবার বিসিসিআই-র লেটারহেডে লিখে ইমেল করে দেওয়া হয়েছে।
এতদিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে ছিলেন। সেই কারণে চিঠিতে সই করা সম্ভব হয়নি। তাই তিনি বাড়ি ফিরতে এদিন সেই চিঠি ইমেল করে দেওয়া হয়েছে সইটি স্ক্র্যান করে পাঠিয়ে। কারণ যে কোনও চিঠিতে সচিব ও সভাপতির সই লাগবেই। কোনও দেশের বোর্ডকে চিঠি পাঠাতে হলে সচিব ও সভাপতির সই থাকা বাধ্যতামূলক।
সৌরভ নিজের অধিনায়ক জীবনেও অস্ট্রেলিয়াকে সারাক্ষণ চাপে রেখে গিয়েছেন। তিনি টস করার সময়ও কলকাতায় স্টিভ ওয়াকে দাঁড় করিয়ে ‘মাইন্ড গেম’ জিতে নিয়েছিলেন। তাই সৌরভ সুস্থ হতেই অজি ক্রিকেট বোর্ডকে রীতিমতো হুমকি দিয়ে রাখা হল।
সিডনিতে শুরু হয়েছে তৃতীয় টেস্ট। সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শুরু হওয়ার কথা সিরিজের শেষ তথা চতুর্থ টেস্ট। গাব্বায় আয়োজিত সেই টেস্ট ঘিরে ইতিমধ্যে ঘনিয়েছে অনিশ্চয়তার কালো মেঘ। কারণ সেখানকার কঠোর কোয়ারেন্টিন নিয়ম। যা মানতে নারাজ ভারতীয় দল। বিসিসিআই-র পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কোনওভাবেই ক্রিকেটাররা কোয়ারেন্টিনে থাকবে না। কারণ তারা একটি প্রভিন্সে ইতিমধ্যেই কোয়ারেন্টিনে ছিল।
ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে কোভিডবিধি ভঙ্গের অভিযোগ আনতে শুরু করে অজি সংবাদমাধ্যম। এর মধ্যেই আবার কুইন্সল্যান্ড প্রশাসন জানিয়ে দেয়, কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আরও কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। আর সেটাই মানতে চাইছে না ভারতীয় দল।
এই পরিস্থিতিতে বোর্ড সরাসরি যোগাযোগ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং তা জানাতে হবে। ভারতীয় দলের ব্রিসবেনে খেলতে কোনও আপত্তি নেই। কিন্তু কোভিডের এই নিয়ম তারা কিছুতেই মানবে না। কারণ সফর ওই টেস্টের পরেই শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আবারও ১৪ দিন যদি তাদের ব্রিসবেনে আটকে থাকতে হয়, তার চেয়ে যন্ত্রনার কিছুই হবে না। তাই খড়গহস্ত সৌরভের বোর্ড।