
বিরুষ্কার সন্তানের জন্য বিশেষ নিরাপত্তা, নাম কী রাখা হবে, সেই নিয়েও জল্পনা
দ্য ওয়াল ব্যুরো: বিরুষ্কার কন্যার প্রথম ছবি কে ছাপবে, সেই নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। কিন্তু তারকা দম্পতিও নাছোড় তাঁরা কোনওমতেই তাঁদের ব্যক্তিগত জীবনে কাউকে প্রবেশ করতে দেবেন না।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কন্যার বয়স দু’দিনও হয়নি, তার আগেই সদ্যোজাত পাচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। ইতিমধ্যেই এই তারকা দম্পতি কাতর অনুরোধ করেছেন, ‘‘আমাদের ছবি তুলুন, কিন্তু বাচ্চার ছবি এখনই তুলবেন না।’’ বিরাটের ভাই একটি পুঁচকের ছবি পোস্ট করে বিরুষ্কাকে অভিনন্দন জানানোর পরে সেই বাচ্চাটিকে বলা হয়, কোহলি ও অনুষ্কারই কন্যা, আদতে ওই ছবিটি ছিল প্রতীকি ছবি।
এই নিয়ে টুইটারে রীতিমতো হইহই শুরু হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা, একদিন না যেতে যেতেই ইন্টারনেটে বিরাট কোহলি এবং অনুষ্কার কন্যার ভুঁয়ো ছবি ছড়িয়ে পড়েছে। এমনকি ওই তারকা দম্পতি কী নাম দেবেন তাঁদের কন্যার, সেই নিয়েও নানা কথা লেখা হচ্ছে।
বিরুষ্কার কন্যা সন্তান জন্ম নেওয়ার দিনই সিডনিতে ভারতীয় দল দারুণভাবে টেস্ট ড্র করে। যে ম্যাচটি ভাবাই যায়নি বেঁচে যাবে, সেই ম্যাচই বুক চিতিয়ে লড়ে ড্র করে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারী। সেই কারণেই অনেকে কোহলিকে পরামর্শ দিচ্ছেন ওই স্মৃতিকে বাঁচিয়ে রাখতে নাম দেওয়া হোক ‘সিডনি’।
এই সিডনি আবার ব্রায়াল লারার মেয়ের নামও। কারণ টেস্টে লারার ২৭৭ রান এই মাঠেই এসেছিল, সেটি তিনি মেয়ের জন্মের দিনই করেছিলেন। তাই তিনি কন্যার নাম রাখেন সিডনি। কেউ আবার বলেছেন, কোহলিদের মেয়ের নাম থাকুক ‘বিরুষ্কা’ই। বিরাট ও অনুষ্কার নাম মিলিয়ে।
আবার এরইমধ্যে শোনা যাচ্ছে, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা নাকি মেয়ের নাম রাখতে পারেন ‘আনভি’। তাঁদের দু’জনের নামের অক্ষর নিয়েই হবে নামকরণ। সংস্কৃত ভাষায় আনভি নামের অর্থ নাকি লক্ষ্মী। আবার অরণ্যের দেবীকেও আনভি বলা হয়ে থাকে। বিরাট-অনুষ্কা দু’জনই পরিবেশ প্রেমী। সেই হিসেবেই এই নাম রাখতে পারেন বলে খবর। যদিও কোহলির পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি এখনও।