
হায়দরবাদাদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নাইট রাইডার্সের, কলকাতার দলে একাধিক পরিবর্তন
দ্য ওয়াল ব্যুরোঃ টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আবু ধাবিতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ প্রথমে ব্যাট করবে কলকাতা। এদিনের ম্যাচে কলকাতার দলে হয়েছে দুটি পরিবর্তন।
আবু ধাবিতে দুপুরের ম্যাচে টসে জিতে হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, “আমরা প্রথমে বল করব। দুবাইয়ের থেকে এই উইকেটটা একটু ভাল। আমাদের দলে দুটি পরিবর্তন হয়েছে। খলিল আহমেদের জায়গায় বাসিল থাম্পি ও শাহবাজ নাদিমের জায়গায় আবুদল সামাদ দলে এসেছে।”
অন্যদিকে কলকাতার অধিনায়ক মরগ্যান বলেন, “আমাদের নিজেদের কাজটা ভাল করে করতে হবে। মুম্বইয়ের বিরুদ্ধে সেটা করতে পারিনি। আমাদের দলেও দুটি পরিবর্তন হয়েছে। ক্রিস গ্রিনের জায়গায় লকি ফার্গুসন ও প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় কুলদীপ যাদব দলে এসেছে। সুনীল নারিনকে নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাইছি না।”
চলতি আইপিএলে সাধারণত রাতের ম্যাচগুলোতে টসে জিতে সবাই ব্যাট করার সিদ্ধান্ত নিলেও দিনের ম্যাচ দেখা যাচ্ছে সবাই পরে ব্যাট করতে চাইছে। কারণ পরের দিকে রোদ খানিকটা কমে যাওয়ায় ব্যাটে বল ভাল আসছে। দুপুরের প্রচণ্ড গরমে ব্যাট করা কঠিন হচ্ছে।
আগের ম্যাচে এই মাঠেই প্রথমে ব্যাট করে মুম্বইয়ের কাছে হারতে হয়েছে কলকাতাকে। সেই ভুল আর করতে চাইবে না তারা। কারণ এদিন হারলে লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়বে নাইট রাইডার্স। আর জিতলে প্লে-অফের দিকে এগিয়ে যাবে। এখন দেখার এই গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার শুরুটা কেমন হয়।