
দায়িত্বজ্ঞানহীন শট, রোহিতের উপর ক্ষোভ উগরে দিলেন গাভাসকার
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ভাল শুরু করার পরে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। সাদা বলের ক্রিকেটে রোহিতের যতই বড় বড় সেঞ্চুরি থাক লাল বলের ক্রিকেটে সেরকম নেই। এমনকি কয়েক বছর আগে টেস্ট দলে নিয়মিত সদস্যও ছিলেন না রোহিত। আর কেন তাঁকে টেস্টের প্লেয়ার বলা হয় না, তার উদাহরণ হয়তো তিনি দেখিয়ে দিলেন আরও একবার। ভাল শুরু করেও উইকেট দিয়ে এলেন। আর এই রোহিতের এই আউট নিয়ে ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ওপেনার তথা অধিনায়ক সুনীল গাভাসকার।
গাব্বায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শুবমান গিলের উইকেট হারায় ভারত। তারপর ভালই খেলছিলেন রোহিত। চেতেশ্বর পুজারার সঙ্গে জুটিতে বেশ আক্রমণাত্মক দেখাচ্ছিল তাঁকে। দেখে মনে হচ্ছিল চায়ের বিরতির আগেই হাফসেঞ্চুরি হয়ে যাবে রোহিতের। কিন্তু ৪৪ রানের মাথায় স্পিনার ন্যাথন লিওঁকে লং অনের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত।
হিটম্যান আউট হওয়ার সময় কমেন্ট্রি বক্সে বসেছিলেন গাভাসকার। তিনি বলে ওঠেন, “কেন? কেন? কেন? এটা একটা অকল্পনীয় শট। এটা একটা দায়িত্বজ্ঞানহীন শট। লং অনে একজন ফিল্ডার দাঁড়িয়ে, স্কোয়্যার লেগে একজন ফিল্ডার দাঁড়িয়ে। তুমি কয়েকটা বল আগেই বাউন্ডারি মেরেছ। তাহলে এই শট খেলার কী দরকার? তুমি একজন সিনিয়র প্লেয়ার। এর কোনও ব্যাখ্যা হয় না। এই শটের জন্য কোনও ক্ষমা হয় না।”
এখানেই থামেননি গাভাসকার। তিনি বলেন, “একটা বেকার উইকেট, একটা বেকার উইকেট ছুড়ে দেওয়া হল। কোনও দরকার ছিল না।”
রোহিত আউট হওয়ায় এখন পুরো দায়িত্ব রাহানে ও পুজারার কাঁধে। এমনিতেই দলে বিরাটের মতো ক্রিকেটার নেই। বেশিরভাগ প্লেয়ারই নতুন। তাই রোহিতকে অভিজ্ঞ প্লেয়ার হিসেবে বেশি দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু তিনি উইকেট দিয়ে চলে এলেন। সেই কারণেই হয়তো নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি গাভাসকার।