
বলে স্যানিটাইজার লাগিয়ে বিতর্ক, ক্রিকেটে সাসেক্সের বড় শাস্তি
দ্য ওয়াল ব্যুরো : করোনা আবহের মধ্যে এরকম ঘটনা আগেও ঘটেছিল। কোনও এক বোলার বোলিংয়ের সময় স্যানিটাইজার বলে ঘষেছেন।
এবারও সেই কাউন্টি দল সাসেক্সের বিপক্ষে এমন অভিযোগ জমা পড়েছে। এখন যে কোনও টুর্নামেন্টেই হোক না কেন, জৈব সুরক্ষা বলয় রাখা বাধ্যতামূলক। কিন্তু সেই পদ্ধতি জারি থাকলেও কেন তারপরেও স্যানিটাইজার পকেটে রাখার দরকার হল, সেটি নিয়েও প্রশ্ন উঠছে।
দীর্ঘদিন ক্রিকেট কেন, অন্য খেলাও বন্ধ ছিল। তারপরে শুরু হলেও বিতর্ক পিছু ছাড়েনি। কাউন্টি ক্রিকেটে সুরক্ষা বলয় সবটা করা না গেলেও বাউন্ডারি লাইনের পাশে স্যানিটাইজার রাখার নিয়ম চালু করা হয়।
ওই নিয়মটাই যে কোনও বোলার বিকৃতিতে কাজে লাগাবেন, সেটি কেউ ভাবেনি। বল বিকৃতির কাজে ব্যবহার করেছেন ইংল্যান্ডের অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত পেসার মিচেল ক্ল্যাডন। হাতে ব্যবহারের বদলে হ্যান্ড স্যানিটাইজার ক্রিকেট বলে লাগিয়েছেন ৩৭ বছর বয়সী এই পেসার। যার ফলে তাঁর নিজের পাশাপাশি বড় শাস্তি পেয়েছে তার দল সাসেক্সও।
গত আগস্টে বব উইলিস ট্রফির ম্যাচে মিডলসেক্সের বিপক্ষে এই ঘটনা ঘটিয়েছিলেন ক্ল্যাডন। তারপর বিষয়টি নিয়ে তদন্ত হয়, এবং আম্পায়ারদের রিপোর্ট ও দুই দলনায়কের রিপোর্ট দেখার পরে টুর্নামেন্টের শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
সেই নিয়মের পরিপ্রেক্ষিতেই ক্ল্যাডনকে নিষিদ্ধ করা হয়েছে ৯ ম্যাচের জন্য এবং বব উইলিস ট্রফিতে সাসেক্সের মোট পয়েন্ট থেকে কেটে নেওয়া হয়েছে ২৪ পয়েন্ট। সাসেক্স কাউন্টি কর্তারাও মেনে নিয়েছেন যে তাদের ক্রিকেটারদের এমন আচরণে ক্রিকেট খেলাটির বিশুদ্ধতা নষ্ট হয়েছে। ২৪ পয়েন্ট কেটে নেওয়ায় সাসেক্সের রয়ে গেছে মাত্র ১২ পয়েন্ট। তালিকায় তারা চলে গিয়েছে ষষ্ঠ স্থানে।