
মুস্তাক আলি টোয়েন্টি ২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন দীনেশ কার্তিকের তামিলনাড়ু
দ্য ওয়াল ব্যুরো: কী কাকতালীয় ব্যাপার। তাও কিনা ঘটল দীনেশ কার্তিকের সঙ্গেই। এবার আরব আমিরশাহীতে শাহরুখ খানের কেকেআরের হয়ে ভাল পারফরম্যান্স করতে পারেননি কার্তিক। তিনি মাঝপথে দলের নেতৃত্ব থেকেও সরে যান। দলের দায়িত্বে আসেন ইয়ন মরগ্যান। শেষমেশ প্লে অফেও যেতে পারেনি কেকেআর।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত সৈয়দ মুস্তাক আলি টোয়েন্টি ২০ ক্রিকেটে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন তামিলনাড়ু রবিবার রাতের ফাইনাল ম্যাচে আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে সাত উইকেটে হারাল বরোদাকে। ম্যাচটি বেশ উপভোগ্য হয়েছে।
এবার বোর্ড এই টুর্নামেন্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কারণ রঞ্জি ট্রফি হবে না। আইপিএলের নিলামের আগে এই টুর্নামেন্টের পারফরম্যান্সের বিচারে ফ্রাঞ্চাইজি দলগুলি নিজেদের ঘর গোছানোর জন্য ঝাঁপাবে। সেই হিসেবে তামিলনাড়ুর এই চ্যাম্পিয়ন হওয়া সবদিক থেকেই তাৎপর্যের বিষয়, এমনকি কার্তিকের ক্ষেত্রেও।
D.O.M.I.N.A.N.C.E! 💪👍
The @DineshKarthik-led Tamil Nadu unit beat Baroda by 7⃣ wickets in the #Final and clinch the @Paytm #SyedMushtaqAliT20 title in style at the @GCAMotera. 👏👏 | @TNCACricket
Scorecard 👉 https://t.co/UAB2Z0siQm pic.twitter.com/MARKSY4rLK
— BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2021
এদিন ২০ ওভারের ম্যাচে বরোদা প্রথমে ব্যাটিং নিয়ে তোলে ১২০ রান নয় উইকেটের বিনিময়ে। জবাবে তামিলনাড়ু ১৮ ওভারেই ১২৩ রান করে ফেলে মাত্র তিন উইকেট হারিয়েই। ধোনির চেন্নাই সুপার কিংস চরম ব্যর্থ হয়েছে গত আইপিএলের। সেই রাজ্য দলের ঘরোয়া এই টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখার মতোই।
বরোদার হয়ে ভাল খেলেছেন বিষ্ণু সোলাঙ্কি (৪৯) ও এ শেঠ (২৯)। তামিলনাড়ুর হয়ে চার উইকেট পেয়েছেন এম সিদ্ধার্থ, তিনি ১৫ রানে বিপক্ষের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছেন।
Mr @JayShah, Honorary Secretary, BCCI, hands over the @Paytm #SyedMushtaqAliT20 Trophy to the Tamil Nadu skipper @DineshKarthik. 👏🏆 pic.twitter.com/drv5eGAldn
— BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2021
তামিলনাড়ুর হয়ে ওপেনার নিশিনাথ ৩৫, বাবা অপরাজিথ ২৯ ও দলনেতা কার্তিক করেছেন ১৬ বলে ২২ রান। অপরাজিত থাকেন শেষমেশ শাহরুখ খান ১৮ রানে। সেই কিং খানের নামধারী ক্রিকেটারই জয়ের রান তুলে দেন কার্তিকের দলের পক্ষে। সেই কারণেই বিষয়টি একেবারেই কাকতালীয় বলা যেতে পারে।