
কেন ফিরেছিলেন আইপিএল থেকে, কেনই বা ধোনির দিনেই অবসর, জানালেন রায়না
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল থেকে তিনি যখন দেশে ফিরে এলেন, সেইসময় বলা হয়েছিল সুরেশ রায়না শৃঙ্খলা মানেন না। আবার সেই ক্রিকেটারটি যখন এম এস ধোনির অবসরের দিনই সেই সন্ধিক্ষণে বিদায় জানালেন, আবার তিনিই হয়ে উঠেছিলেন জননায়ক।
সুরেশ রায়না ভারতীয় ক্রিকেটের অন্যতম চরিত্র। যিনি কয়েকদিন আগেই মুম্বইতে একটি নাইট ক্লাবে গিয়ে করোনা প্রোটোকল ভেঙেছিলেন, তিনি গ্রেফতারও হন। পরে জানা যায়, তিনি সেইসময় শুটিং সারতে গিয়েছিলেন।
এরকম এক চরিত্র নিয়ে সকলের আগ্রহ থাকবে স্বাভাবিক বিষয়। সেই কারণেই সবাই যখন তাঁর অবসরের দিন নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন, তিনি সদ্য জানিয়েছেন, ‘‘এম এস-র সঙ্গে আমার অনেকদিনের সম্পর্ক, আমরা ভাল বন্ধুও। তাই ধোনির সঙ্গে এই বিষয়ে কথা বলে রেখেছিলাম। কারণ দেশ ও চেন্নাইয়ের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছি, তাই আমরা ভাল বন্ধু হয়ে গিয়েছিলাম। তাই এম এস সরে যাবে জানতে আমিও ঠিক করেছিলাম এটাই অবসরের সঠিক সময়।’’
এমনকি তিনি যখন দুবাইয়ে আইপিএলের শিবির ছেড়ে চলে এলেন, সেইসময় বলা হয় তাঁর হোটেলের রুম পছন্দ হয়নি। তাই সতীর্থদের সঙ্গে ঝামেলা বাধিয়ে চলে এসেছেন। কিন্তু এতদিন পরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রায়না বলেছেন, ‘‘আমার সত্যিই তখন পরিবারের সঙ্গে থাকা খুব জরুরি ছিল। পাঞ্জাবে একটা ঘটনা ঘটেছিল, আমার পরিবারের তখন আমাকে দরকার ছিল। এই মহামারির মধ্যে আমার স্ত্রীর আমাকে পাশে দরকার ছিল।’’
তাঁর এক কাকা খুন হয়েছিলেন গ্রামের বাড়িতে, তিনি সেই কারণে ফিরে আসেন। সেই নিয়ে যে কোনও আক্ষেপ ছিল না, সেটিও বলেছেন ভারতের নামী এই প্রাক্তন ক্রিকেটার। রায়নার বক্তব্য, ‘‘অনুতাপ বা আক্ষেপ কেন থাকবে? আমি আমার ছেলেমেয়ের সঙ্গে সময় কাটিয়েছি, পরিবারের প্রয়োজনে দেশে ফিরে এসেছি।’’
এত দিনের খেলোয়াড়ি জীবনে জীবন ও খেলার মধ্যে ভারসাম্য করতে শিখেছেন বলেই দাবি রায়নার, ‘‘২০ বছর ধরে ক্রিকেট খেলছি। জানি আরও খেলব। কিন্তু যখন পরিবারের প্রয়োজন হবে, তখন আপনাকে সেখানেই থাকতে হবে। সে সময় আমার মনে হয়েছিল ওটাই আমার কাছে ঠিক কাজ।’’
রায়নার ওভাবে ফিরে আসায় বিরক্ত চেন্নাই ম্যানেজমেন্ট তাঁকে আগামী বছরের আইপিএলে দলে রাখবে না বলেই গুঞ্জন ছিল। কিন্তু কয়েক দিন আগে জানা যায়, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে চেন্নাই। আইপিএলে ৩৩.২৮ গড়ে ৪৫২৭ রান করে চেন্নাইয়ের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক রায়নাকে দলে রাখবে তারা।