
‘একটা বল মিস করার জন্য ধন্যবাদ’, রাহুলের ইনিংস দেখে টুইট যুবরাজের
দ্য ওয়াল ব্যুরোঃ এভাবেও ফিরে আসা যায়। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে রাহুল তেওয়াটিয়ার ইনিংসকে দুটো ভাগে ভাগ করলে প্রথম ভাগ যদি গরুর গাড়ি হয়, তাহলে দ্বিতীয় ভাগ বুলেট ট্রেন। প্রথম ১৯ বল দেখে যখন রাজস্থান সমর্থক থেকে শুরু করে স্টিভ স্মিথদের ডাগআউট, সবাই ভাবছেন রাহুল তেওয়াটিয়ার জায়গায় রবিন উথাপ্পা বা টম কুরান কিংবা জোফ্রা আর্চারকে নামালেও লাভ হত, তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। অন্য এক রূপ ধারণ করলেন হরিয়ানার এই বাঁ’হাতি ব্যাটসম্যান। এই রূপ দেখে অবাক ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংও।
রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ৩ ওভারে ৫৩ রান। দেখে মনে হচ্ছিল এই ম্যাচে জয় অসম্ভব। আর ঠিক তখনই শেলডন কট্রেলের বিরুদ্ধে দানবের রূপ ধারণ করলেন রাহুল। পরপর চার বলে চারটে ছয়। তাও আবার স্লগ নয়, নিখুঁত শটে। চারটে ছক্কা মারার পরেই মনে হচ্ছিল শারজার এই ব্যাটিং স্বর্গে হয়তো যুবরাজের রেকর্ড ছুঁয়ে ফেলবেন রাহুল। কিন্তু ৫ নম্বর বলে অ্যান্টি ক্লাইম্যাক্স। গুড লেন্থের বলে ব্যাট চালিয়েছিলেন তেওয়াটিয়া। কিন্তু ব্যাটে বল লাগেনি। যদিও শেষ বলে ফের মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকান তিনি।
যেখানে প্রথম ১৯ বলে ৮ ছিল রাহুলের সেখানে ৩০ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। শেষের সাত বলে মারেন ছটি ছক্কা। আর তাঁর ৩১ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংসের দৌলতে ৩ বল বাকি থাকতেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতে রাজস্থান রয়্যালস।
এই ম্যাচের পরে টুইট করেন যুবরাজ সিং। তিনি লেখেন, “রাহুল তেওয়াটিয়া, না ভাই না। একটা বল মিস করার জন্য ধন্যবাদ। কী খেলা। এই দারুণ জয়ের জন্য রাজস্থান রয়্যালসকে শুভেচ্ছা। দারুণ খেলেছ মায়াঙ্ক আগরওয়াল। ব্রিলিয়ান্ট সঞ্জু স্যামসন।”
Mr @rahultewatia02 na bhai na 😅 thanks for missing one ball ! What a game congratulations to rr for a spectacular win !!! #RRvKXIP @mayankcricket great knock @IamSanjuSamson brilliant !
— Yuvraj Singh (@YUVSTRONG12) September 27, 2020
টি ২০ ক্রিকেটে প্রথম ছ’বলে ছটা ছক্কা মেরেছিলেন যুবরাজ। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডের ছ’বলে ছটা ছক্কা মেরেছিলেন যুবি। তাঁর ওই ইনিংস সবার চোখে এখনও লেগে রয়েছে। আর একটু হলেই সেই রেকর্ড ছুঁয়ে ফেলছিলেন রাহুল তেওয়াটিয়া। হোক না আইপিএল, তাতে কী। ছ’বল ছটা ছক্কা তো আর রোজ রোজ হয় না। তাও আবার ওরকম কঠিন পরিস্থিতিতে। কিন্তু পঞ্চম বল মিস করায় সেই রেকর্ড হয়নি। তাঁর রেকর্ড অক্ষত থাকার জন্যই মজার ছলে ধন্যবাদ জানিয়েছেন যুবি।