
দ্য ওয়াল ব্যুরো: “খোদার কসম জান, আমি ভালবেসেছি তোমায়।”
সুমনের গানের এই লাইন পোস্ট করেই গত বছর আজকের দিনে প্রেমিকার প্রতি ভালবাসার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রেমিকা বাংলাদেশের অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াৎ রশিদ মিথিলা। সকলকে চমকে দিয়ে সেই দিন সন্ধেয় তাঁরা দুজনে বিয়ে করেন। না, সাতপাকে ঘুরে নয় কাগজে সই করেই একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হন।

পোস্টের সঙ্গে রেজিস্ট্রি বিবাহের দিনেরও ছবি পোস্ট করেন মিথিলা। সেই দিন পরেছিলেন বাংলাদেশের মসলিন লাল ঢাকাই শাড়ি। সৃজিত পরেছিলেন কালো তসরের পাঞ্জাবি সঙ্গে জহরকোট। মেয়ে আইরার উপস্থিতিতেই বিয়ে করেন তাঁরা। বিয়ের পর তাঁদের ছবি পোস্ট করে সৃজিত লিখেছিলেন, “সই।” রেজিস্ট্রি বিবাহের দিন উপস্থিত ছিলেন তাঁদের খুব কাছের মানুষজন।

তারপরেই এই বছর ফেব্রুয়ারি মাসে কলকাতার ‘স্বভূমি’তে একটা গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করেন সৃজিত। দুজনেই শর্বরী দত্তের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন। সেই সন্ধেয় স্বভূমিতে যেন চাঁদের হাট বসেছিল। টলিউডের নতুন দম্পতি সৃজিত-মিথিলাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন নামকরা তারকারা।