
তৃণমূল বিধায়করা টিকা পেলেও ফিরে যেতে হল নার্সিং স্টাফ-সহ বর্ধমানের ১৫ জন স্বাস্থ্যকর্মীকে
নিয়ম মেনে সব প্রস্তুতি নিয়ে ভ্যাক্সিন নিতে এসেছিলেন ওই ১৫ জন স্বাস্থ্যকর্মী। এরা প্রত্যেকেই ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়র। তাঁরা জানান, করোনা রোগীদের প্রথমদিন থেকেই পরিষেবা দিয়েছেন তাঁরা। একেবারে বেড সাইড কেয়ার দিয়ে এসেছেন। সামনে থেকে কাজ করে গেছেন। তারপরেও তালিকায় নাম থাকলেও শেষমুহূর্তে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তালিকায় নাম থাকা সত্ত্বেও কোভিড ভ্যাক্সিন না পেয়েই শনিবার ফিরে যেতে হল বর্ধমান মেডিক্যাল কলেজের এক নার্সিং স্টাফ অনিতা মজুমদারকে। অভিযোগ, তিনি একা নন, তাঁর মতোই মোট ১৫ জন স্বাস্থ্যকর্মীকে এদিন টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে।
অনিতা বলেন, ‘‘গতকাল আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারপর একাধিকবার কথা হয়। নিয়ম মেনেই আমরা নথিপত্র নিয়ে এসেছিলাম ভ্যাক্সিন নিতে। কিন্তু এদিন জানানো হল প্রথম তালিকায় আমাদের নাম নেই। অতএব পরের ধাপে টিকা নিতে হবে।’’
রোগী কল্যাণ সমিতিতে লেখানো নামের জোরে প্রথম টিকা প্রাপকদের মধ্যে এদিন ঢুকে পড়েন ভাতারের বিধায়ক-সহ বেশ কয়েকজন পদাধিকারী ও পঞ্চায়েত নেতা। তাই নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখনই টিকা না পেয়ে স্বাস্থ্যকর্মীদের ফিরতে হওয়ায় নয়া বিতর্ক বর্ধমানে।
নিয়ম মেনে সব প্রস্তুতি নিয়ে ভ্যাক্সিন নিতে এসেছিলেন ওই ১৫ জন স্বাস্থ্যকর্মী। এরা প্রত্যেকেই ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়র। তাঁরা জানান, করোনা রোগীদের প্রথমদিন থেকেই পরিষেবা দিয়েছেন তাঁরা। একেবারে বেড সাইড কেয়ার দিয়ে এসেছেন। সামনে থেকে কাজ করে গেছেন। তারপরেও তালিকায় নাম থাকলেও শেষমুহূর্তে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।
এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বলেন, ‘‘এটা আমার জানা নেই। এই বিষয়ে বলতে পারবেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।’’ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুহৃতা পাল বলেন, ‘‘ওঁদের ডাকা হয়েছিল ঠিকই। কিন্তু তালিকায় নাম না থাকায় ওঁদের আজ টিকা দেওয়া হয়নি। ওঁরা পরের দিন টিকা পাবেন।’’
বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দীর কটাক্ষ, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা দিব্যি খোশমেজাজে ভ্যাক্সিন নিচ্ছেন, সেখানে ভ্যাক্সিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে প্রথম থেকে করোনা রোগীদের পাশে থাকা স্বাস্থ্যকর্মীদের। এ রাজ্যে সবই সম্ভব।’’
শনিবার জেলায় মোট সাতটি কেন্দ্র থেকে ভ্যাক্সিন দেওয়া হয়। কোথাও কারও কোনও সমস্যা হয়নি। কোনও উপভোক্তা অসুস্থ হননি বা সমস্যা পড়েননি।