
ঘরে ফেরার পথে দুষ্কৃতী হামলা, ময়নাগুড়িতে ছুরিতে জখম সাংবাদিক
জানা গেছে, প্রথমে কয়েকজন মিলে ওই সাংবাদিকের গাড়ি আটকায়। এরপর ছুরি চালিয়ে তাঁকে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা। ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যান তিনি। তাঁর আর্তচিৎকার শুনে ছুটে আসেন এলাকার মানুষ। তাঁরাই দ্রুত জখম সাংবাদিককে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়িতে ছুরির ঘায়ে জখম হলেন সাংবাদিক। মঙ্গলবার বেশি রাতে এক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ময়নাগুড়ি ব্লকের চুড়াভাণ্ডার গ্রামপঞ্চায়েত এলাকায় একটি স্কুলের সামনে ছুরিকাহত হন ময়নাগুড়ির বাসিন্দা উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক জগন্নাথ রায়।
জানা গেছে, প্রথমে কয়েকজন মিলে ওই সাংবাদিকের গাড়ি আটকায়। এরপর ছুরি চালিয়ে তাঁকে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা। ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যান তিনি। তাঁর আর্তচিৎকার শুনে ছুটে আসেন এলাকার মানুষ। তাঁরাই দ্রুত জখম সাংবাদিককে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
জগন্নাথ রায় জানান, হামলাকারীদের মধ্যে একজনকে তিনি চিনতে পারেন। তিনি বলেন, ‘‘জানি না কী কারণে আমার উপর ওরা হামলা চালাল। ওদের বিরুদ্ধে হয়তো কোনও খবর হয়েছে। তাই আমার ওপর হামলা করেছে। পুরো ঘটনাটি জানিয়ে আমি ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।’’
এই ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন ময়নাগুড়ি থানার আইসি অসীম গোপ। তিনি আক্রান্ত সাংবাদিকের সঙ্গে কথা বলেন। পরে অসীমবাবু বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’
কর্তব্যরত সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন প্রেসক্লাব।