
বিয়েবাড়িতে চলছে পার্টি অফিস, প্রশিক্ষণ শিবির করতে গিয়ে নাজেহাল বিজেপির মহিলা মোর্চা
মঙ্গলবার বিকেলে সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিজেপি মহিলা মোর্চার দুর্গা বাহিনীর সদস্যদের নিয়ে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির। সেই অনুযায়ী ফ্লেক্স ছাপিয়ে ছিল মহিলা মোর্চা। কিন্তু এ দিন সকালে সেখানে মহিলা মোর্চার সদস্যরা গিয়ে দেখেন সেখানে তখন বিয়েবাড়ির প্রস্তুতি চলছে। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি রাজ্য নেতৃত্বের নজরে আনেন।
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বিয়েবাড়ির ভবনে অস্থায়ী পার্টি অফিস। আর এতেই সমস্যায় পড়ল বিজেপি মহিলা মোর্চা। জলপাইগুড়িতে বিজেপির পুরোনো পার্টি অফিস ভেঙে নতুন করে তৈরি হবে। তাই পুরোনো পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে।
গত মে মাসে জমির নকশা পাশ করে দিয়েছিল তৃনমূলের মোহোন বোস পরিচালিত জলপাইগুড়ি পৌরসভা। কিন্তু ঐ জমি নাকি ওয়াকফ সম্পত্তি এই অভিযোগ তোলে তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী। এরপর ঐ জমির উপর নির্মানকাজে স্থগিতাদেশ দেয় জলপাইগুড়ি পুর প্রশাসক বোর্ড। এখন জলপাইগুড়ি ৪ নম্বর ঘুমটি সংলগ্ন ঐতিহ্য ভবন নামে একটি বিয়েবাড়িতে অস্থায়ীভাবে চলছে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়। গত মে মাস থেকেই এই ব্যবস্থা জারি।
মঙ্গলবার বিকেলে সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিজেপি মহিলা মোর্চার দুর্গা বাহিনীর সদস্যদের নিয়ে আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির। সেই অনুযায়ী ফ্লেক্স ছাপিয়ে ছিল মহিলা মোর্চা। কিন্তু এ দিন সকালে সেখানে মহিলা মোর্চার সদস্যরা গিয়ে দেখেন সেখানে তখন বিয়েবাড়ির প্রস্তুতি চলছে। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি রাজ্য নেতৃত্বের নজরে আনেন।
তাঁদের হস্তক্ষেপে তড়িঘড়ি প্রশিক্ষণ শিবির স্থানান্তরিত হয় জলপাইগুড়ি পান্ডাপাড়ার শ্রীদয়াল ভবনে। আর এতেই ক্ষোভ সৃষ্টি হয়েছে বিজেপির অন্দরে। মহিলা মোর্চার জেলা সভাপতি টিনা গাঙ্গুলি বলেন, ‘‘আমাদের প্রশিক্ষণ শিবির ঐতিহ্য ভবনে হবে এই মর্মে ফ্লেক্স ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু ভবন বিয়েবাড়িকে ভাড়া দেওয়ায় আজ আমরা খুব সমস্যায় পড়ে গিয়েছিলাম। পরে রাজ্য কমিটির হস্তক্ষেপে সমস্যা মেটে। এই বিষয়টি উচ্চ নেতৃত্বের নজরে আনা হয়েছে।’’
বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, ‘‘যতদিন না নতুন ভবন তৈরি হচ্ছে ততদিন অস্থায়ী ভাবে একটি ভবনে আমাদের জেলা কার্যালয় চালাতে হচ্ছে। তাই একটু সমস্যা হচ্ছে। আমরা নতুন ভাবে জায়গা খোঁজার চেষ্টা চালাচ্ছি।’’