
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: কলিয়াচকের সুজাপুর একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল পাঁচজনের। গুরুতর জখম আরও পাঁচজন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছেন মালদহ জেলার উচ্চপদস্থ পুলিশ কর্তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সুজাপুর বাসস্ট্যান্ড লাগোয়া ওই প্লাস্টিক কারখানায় ক্রাশার বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। তীব্র আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়। কর্মরত শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত আরও পাঁচজনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে প্লাস্টিক থেকে দানা তৈরির ক্রাশার মেশিনে এ দিন ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় কারখানায় যাঁরা কাজ করছিলেন তাঁদের মধ্যে পাঁচজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলের একশো থেকে দুশো মিটার দূরত্বে ছড়িয়ে যায় দেহের অংশ। যাঁরা আহত হয়েছেন তাঁদের মধ্যেও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় মানুষজন উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
ওই প্লাস্টিক কারখানায় প্রায় ৫০ জন শ্রমিক কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয় এক ব্যবসায়ী ওই কারখানাটির মালিক। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘যন্ত্রের কোনও ত্রুটির জন্যই এতবড় বিপর্যয় ঘটেছে। গোটা বিষয়টি আমাদের বিশেষ টিম খতিয়ে দেখবে। খুব বড় মাপের বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলেই মারা গেছেন চারজন। পরে হাসপাতালে মারা যান আরও একজন।’’