
দুই শিশুকে যৌন নির্যাতন, মহিলা মোর্চার নেতৃত্বে অভিযোগ দায়েরের পর গ্রেফতার নাবালক
সোমবার বিষয়টি জানাজানি হয়। অভিযোগ, বিকেলে এ বিষয়ে চুঁচুড়ার মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে জানানো হয় অভিযুক্তের বিরুদ্ধে আগের একটা যৌন নির্যাতনের অভিযোগ দায়ের রয়েছে। তাই নতুন করে এই অভিযোগ নেওয়া যাবে না।
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ঘড়ির মোরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীপুজোর সময় প্রতিবেশী দুই শিশুকে বাড়িতে ডেকে নির্যাতন করে ওই নাবালক। ওই নাবালকের বাবাও এক সময়ের চুঁচুড়ার পরিচিত সমাজ বিরোধী বলে অভিযোগ। নির্যাতনের ছবি মোবাইলে তুলে রেখে ওই দুই শিশুকে ভয় দেখানোর অভিযোগও উঠেছে ওই নাবালকের বিরুদ্ধে। প্রথমে ভয় পেয়ে শিশুটি কাউকে কিছু না বললেও সম্প্রতি তাঁর মাকে ঘটনার কথা খুলে বলে।
এরপরই সোমবার বিষয়টি জানাজানি হয়। অভিযোগ, বিকেলে এ বিষয়ে চুঁচুড়ার মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে জানানো হয় অভিযুক্তের বিরুদ্ধে আগের একটা যৌন নির্যাতনের অভিযোগ দায়ের রয়েছে। তাই নতুন করে এই অভিযোগ নেওয়া যাবে না। এরপরই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
মঙ্গলবার ঘটনার প্রতিবাদে চুঁচুড়ার ঘড়ির মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। আজ সন্ধায় বিজেপি মহিলা মোর্চার হস্তক্ষেপে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।