
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ইঁদুরের লোভে ফ্রিজে আস্তানা গেড়েছিল গোখরো সাপ। ফ্রিজ খুলে সে দৃশ্য দেখেই হাড়হিম বাড়ির কর্তার। কোনওমতে দরজা বন্ধ করে একেবারে বাড়ির বাইরে। শনিবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিল জলপাইগুড়ি ক্লাব রোড এলাকায়।
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে জলপাইগুড়ি ক্লাব রোডের বাসিন্দা পল্টন সাহা কিছুই রাখছিলেন না বাড়ির ফ্রিজে। গত কয়েকমাস ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল সেটি।
শনিবার সকাল থেকে পচা গন্ধ বের হচ্ছিল তাঁর ঘর থেকে। দুপুরের দিকে তিনি খেয়াল করেন পচা গন্ধ বের হচ্ছে ফ্রিজ থেকে। ফ্রিজ খুলে ফোঁস ফোঁস আওয়াজ পেয়েই ডিপ ফ্রিজের পাল্লা খোলেন তিনি। তখনই মুখ বার করে একটি গোখরো সাপ। সঙ্গে সঙ্গে ফ্রিজ বন্ধ করে ছুটে পালিয়ে যান ঘর থেকে। খবর দেন পরিবেশকর্মী দেবার্ঘ্য রক্ষিতকে।
খবর পেয়ে দেবার্ঘ্যবাবু এসে দেখেন সাপটি ততক্ষণে ডিপ ফ্রিজের পিছনে গিয়ে ঢুকেছে। ডেকে আনা হয় ফ্রিজের মেকানিক। এরপর ফ্রিজটিকে ঘর থেকে রাস্তায় বার করে এনে ফ্রিজের পেছন কেটে ডিপ ফ্রিজ বক্স টিকে বার করলে তার থেকে বের হয় একটি স্পেকটিক্যাল কোবরা। দেবার্ঘ্যবাবু বলেন, ‘‘ফ্রিজটি বেশ কিছুদিন অব্যবহৃত অবস্থায় থাকায় ফ্রিজের জল বেরোনোর জায়গা দিয়ে ইঁদুর ঢুকে বাসা বেধেছিল। সেই ইঁদুর খেতেই সাপ ভেতরে ঢোকে। আর ভেতরে কয়েকটি মরা ইঁদুর থাকায় পচা গন্ধ বের হচ্ছিল বলেই আমার ধারনা।’’

সাপটির গায়ে চোট থাকায় সেটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।