
পাথরের উপর পড়ে ফুটো হয়ে যাওয়া স্প্লিন কেটে যুবককে বাঁচালেন জলপাইগুড়ি হাসপাতালের ডাক্তাররা
লাগাতার চিকিৎসার ফলে তাঁর অন্য সমস্যা কমলেও পেটের ভেতর অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। তাঁর পেট ফুলে যাচ্ছিল। পেটে স্ক্যান করলে চিকিৎসকরা দেখতে পান তাঁর প্লিহা থেকে রক্তক্ষরণ হচ্ছে। তখন চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন তার প্লিহা কেটে বাদ দিতে হবে।
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জটিল অপারেশন করে রোগীর পেটে জমে যাওয়া দু লিটার রক্ত বের করলেন চিকিৎসক। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই প্রথম হল এমন জটিল অপারেশন।
সম্প্রতি ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন ময়নাগুড়ি ব্যাঙকান্দি এলাকার বাসিন্দা অবিনাশ রায়। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গাড়ি থেকে ছিটকে তিনি পড়ে যান রাস্তার পাশে মজুত করে থাকা পাথরের ওপর। মাথা সহ সারা শরীরে চোট লাগে তাঁর। এরপর গত ১২ দিন ধরে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
লাগাতার চিকিৎসার ফলে তাঁর অন্য সমস্যা কমলেও পেটের ভেতর অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। তাঁর পেট ফুলে যাচ্ছিল। পেটে স্ক্যান করলে চিকিৎসকরা দেখতে পান তাঁর প্লিহা থেকে রক্তক্ষরণ হচ্ছে। তখন চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন তার প্লিহা কেটে বাদ দিতে হবে।
ডাক্তার রজত ভট্টাচার্য বলেন, ‘‘পাথরের ওপর পড়ে যাওয়ায় তাঁর মাথা ও বুকের পাঁজরে মারাত্মক চোট লাগে। সেই চোটের ফলে তাঁর প্লিহা ফুটো হয়ে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল। এরপর আমি তাঁর প্লিহা কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেই। তৈরি হয় ৫ সদস্যের টিম। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জটিল অপারেশন চলে। তাঁর পেটে জমে যাওয়া প্রায় দু লিটার রক্ত বের করা হয়েছে। রোগী এখন সুস্থ আছেন’’।