
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল মেয়ে ও জামাইয়ের দেহ। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল শান্তিপুর পৌরসভা এলাকার কারিগরপাড়ার। মৃত দম্পতির নাম সাবির শেখ (৩৫)ও দিলরুবা ইয়াসমিন (২৬)।
দিলরুবার বাড়ির লোকের অভিযোগ, তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে জামাই। দিলরুবার পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শান্তিপুর মালঞ্চ স্ট্রিটের বাসিন্দা সাবির শেখের সঙ্গে বিয়ে হয় দিলরুবা ইয়াসমিনের। সাবির শেখ পেশায় তাঁত শ্রমিক। বিয়ের চার মাসের মাথায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন দিলরুবা। সেই নিয়ে জামাইয়ের সঙ্গে অশান্তি চরমে ওঠে। তারপরেই মেয়েকে বাপের বাড়ি নিয়ে আসেন তাঁরা।
দিলরুবার মা বলেন, ‘‘সপ্তাহে দু-একদিন মেয়ের সঙ্গে দেখা করতে আসত জামাই। সেরকমই বুধবার রাতে শ্বশুরবাড়িতে এসেছিল সাবির। রাত দশটা নাগাদ খাওয়া-দাওয়া সেরে দুজনে ঘরে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকালে মেয়ে জামাইকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায়, দরজা ভাঙে পাড়ার লোক। তারপরেই ঘর থেকে দুজনের দেহ মেলে।’’
পুলিশ জানিয়েছে, বিছানায় দিলরুবার নিথর দেহ পড়েছিল। ঝুলন্ত অবস্থায় মেলে দিলরুবার বর সাবিরের দেহ। শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে জোড়া দেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক অনুমান, লকডাউনে কাজ হারিয়েছিলেন সাবির। তাই তীব্র আর্থিক অনটনে দিন কাটছিল তাঁর। এই পরিস্থিতিতেই স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। তীব্র হয়েছিল সাংসারিক অশান্তি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।