
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: প্রজাতন্ত্র দিবসে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করে বিড়ম্বনায় পড়তে হতে হল দিলীপ ঘোষকে। বিব্রত অবস্থা দলেরও। বিজেপি-র রাজ্য সভাপতি স্বীকার করেছেন যে, এটা একটা ‘অস্বস্তিকর’ ঘটনা।
মঙ্গলবার সকালে তারাপীঠে তারামায়ের মন্দিরে পুজো দেন দিলীপবাবু। তারপরেই রামপুরহাটে দলীয় কার্যালয়ে ছিল পতাকা উত্তোলনের কর্মসূচি। আর পতাকা তুলতে গিয়েই বিপত্তি। পতাকা তোলার সময়েই তিনি খেয়াল করেন উল্টো করে লাগানো রয়েছে সেটি। ভুল বুঝতে পারেন সেখানে উপস্থিত অন্যরাও। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। দ্রুত নিজেই পতাকাটি সোজা করে দেন বিজেপি-র রাজ্য সভাপতি।
দিলীপবাবু বলেন, ‘‘পতাকা তোলার আগে তো পরীক্ষা করে দেখিনি। কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গেই বিষয়টা আমার চোখে পড়ে। তারপরেই সঠিক ভাবে জাতীয় পতাকা তুলি। যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের বলেছি, এমন ভুল যেন আর কখনও না হয়। তবে জাতীয় পতাকাকে অসম্মান করার কোনও উদ্দেশ্য ওঁদের ছিল না। ভুল করেছেন। সংশোধন করেছেন।’’
দলীয় কার্যালয়ে প্রজাতন্ত্র দিবসের ওই অনুষ্ঠানে ঘটে-যাওয়া এই অনভিপ্রেত ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়। ভুল শুধরে জাতীয় পতাকা উত্তোলনের পর সবাইকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন দিলীপ ঘোষ।
