
গ্যাসকাটারের ফুলকি থেকে বর্ধমানের তেলকলে বিধ্বংসী আগুন
বর্ধমানের প্যামড়ায় তুষ থেকে তেল তৈরির ওই কারখানা থেকে এদিন দুপুরে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কুণ্ডলী পাকিয়ে ওঠা ধোঁয়ায় গোটা আকাশ ঢেকে যায়। এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত আগুনের তীব্রতা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তেল মিলে ভয়াবহ আগুনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল বর্ধমান শহর লাগোয়া প্যামড়ায়। ঘটনাস্থলে পৌঁছল দমকলের দু’টি ইঞ্জিন। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
বর্ধমান শহর লাগোয়া প্যামড়া এলাকায় ওই তেলের কারখানায় সোমবার দুপুরে হঠাৎই আগুন লাগে। বহু দূর থেকে আগুনের ফুলকি দেখা যায়। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর দেওয়া হয় দমকলকে। প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের তীব্রতা বেশী থাকায় দমকলের আর একটি ইঞ্জিন যায়। দু’টি ইঞ্জিন নিয়ে লড়াই করে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। কারখানার কোনও কর্মী এই ঘটনায় হতাহত হননি বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
বর্ধমানের প্যামড়ায় তুষ থেকে তেল তৈরির ওই কারখানা থেকে এদিন দুপুরে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কুণ্ডলী পাকিয়ে ওঠা ধোঁয়ায় গোটা আকাশ ঢেকে যায়। এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত আগুনের তীব্রতা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
তেল কারখানার ম্যানেজার অশোক সরাফ বলেন, ‘‘কারখানায় পড়ে থাকা বাতিল যন্ত্রাংশ গ্যাস কাটার দিয়ে কাটার সময়ই বিপত্তি ঘটে। গ্যাসকাটারের ফুলকি থেকে আগুন ধরে যায়। তবে ফাঁকা জায়গায় বাতিল যন্ত্রাংশ গ্যাসকাটার দিয়ে কাটা হচ্ছিল। না হলে তেল পাইপে আগুন ধরে যেত। সেই ক্ষেত্রে ভয়ানক ঘটনা ঘটতে পারতো। আগুন লাগা মাত্র দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আসে আরও একটি ইঞ্জিন।
দমকল আধিকারিক ভাস্কর পাল বলেন,‘‘তেলের কারখানা। তাই আগুন আরও বিধ্বংসী রূপ নিতে পারত। কিন্তু খুব দ্রুত আগুন বেশি ছড়ানোর আগেই আমরা দ্রুত তা নিভিয়ে ফেলি। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।’’