
তৃণমূলে আর নয়, জানিয়ে দিলেন আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান
আশিসবাবুর মান ভাঙাতে প্রশান্ত কিশোরের টিমের দুই প্রতিনিধি সম্প্রতি আশিসবাবুর সঙ্গে আলিপুরদুয়ারে কথা বলেন। এছাড়া আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা মোহন শর্মা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে, দলের ছাত্র ও যুব সভাপতিও আশিসবাবুর সঙ্গে দেখা করে তার মান ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু কোনও কিছুতেই কোনও কাজ হয়নি।
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা আশিস দত্ত জানিয়ে দিলেন, তিনি আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবেন না। আলিপুরদুয়ার জেলা কমিটি ঘোষণার পরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। বুধবার প্রকাশ্যেই জানিয়ে দিলেন তিনি আর দলে থাকবেন না। তবে কোন দলে যাবেন বা কী করবেন তা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে বলেও মন্তব্য করেন।
এদিন আশিসবাবু বলেন, ‘‘এখন আলিপুরদুয়ার জেলা কমিটির দায়িত্বে যারা রয়েছেন তাদের কারোরই স্বচ্ছ ভাবমূর্তি নেই। আমাকে দীর্ঘদিন থেকে দলে অপদস্ত করা হচ্ছে। সব জায়গাতে প্রাক্তন চেয়ারম্যানদের পুরসভার কাজে একটি অলিখিত দায়িত্ব থাকছে। কিন্তু এখানে আমাকে বাদ দিয়ে জেলা সভাপতি অন্যকে দায়িত্ব দিয়েছেন। পুরসভার ট্রেড ইউনিয়ন ভেঙে অন্য কায়দায় ট্রেড ইউনিয়ন করা হয়েছে। আরও অনেক কারণ রয়েছে। যাঁরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁদের সকলকে বিষয়গুলো জানিয়েছি।’’
আশিসবাবুর মান ভাঙাতে প্রশান্ত কিশোরের টিমের দুই প্রতিনিধি সম্প্রতি আশিসবাবুর সঙ্গে আলিপুরদুয়ারে কথা বলেন। এছাড়া আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা মোহন শর্মা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে, দলের ছাত্র ও যুব সভাপতিও আশিসবাবুর সঙ্গে দেখা করে তার মান ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু কোনও কিছুতেই কোনও কাজ হয়নি। শেষপর্যন্ত প্রকাশ্যেই আশিসবাবু জানিয়ে দিলেন তিনি দলে থাকবেন না।
বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী বলেন, ‘‘আমি জেলার বাইরে রয়েছি। আশিসবাবু কী বলেছেন তা আমি শুনিনি। কারও ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। আমি জেলায় ফিরে তার সঙ্গে কথা বলব।’’ আলিপুরদুয়ারের নতুন জেলা কমিটিতে আশিস দত্তকে ভাইস প্রেসিডেন্ট করা হয়। এ প্রসঙ্গেই এদিন আশিস দত্ত বলেন, ‘‘৩০ জন ভাইস প্রেসিডেন্টের মধ্যে আমার নাম রেখে আমাকে অপমান করা হয়েছে।’’