
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ নিয়ে এক বিজেপি নেতার নামে লেখা চিঠিকে ঘিরে তোলপাড় হাওড়ার রাজনৈতিক মহল।
মঙ্গলবার সরস্বতী পুজোর দিন থেকেই এই চিঠি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। অভিযোগ পত্রটি বিজেপির প্যাডে লেখা। অভিযোগকারী হিসেবে নাম রয়েছে বিজেপির বালি অঞ্চলের মণ্ডল সভাপতি রাধারঞ্জন গোস্বামীর। এটি পাঠানো হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহাকে।
চিঠিতে লেখা হয়েছে বৈশালী ডালমিয়া গত এক বছরে বিধানসভায় যাননি। উমফান ও কোভিড বিপর্যয়ের সময় বালিতে তাঁকে দেখা যায়নি। ব্যবসায়ী ও প্রমোটারদের থেকে টাকা তোলার জন্য বৈশালী একজনকে নিয়োগ করেছেন। ওই চিঠিতে আরও অভিযোগ আনা হয়েছে যে নিজের স্বার্থসিদ্ধির জন্য বিজেপিতে যোগ দিয়েছেন বৈশালী। ভবিষ্যতে তাঁকে যেন বিজেপির কোনও দায়িত্ব না দেওয়া হয়.
বালি অঞ্চলের মণ্ডল সভাপতি রাধারঞ্জন গোস্বামীর নামে এই চিঠি লেখা হয়েছে। তবে রাধারঞ্জনবাবু দাবি করেন, এই চিঠিটি তাঁর লেখা নয়। চিঠিতে তাঁর সই নকল করা হয়েছে। তিনি বলেন, ‘‘চিঠি পেয়ে রাজ্য অফিস থেকে আমার কাছে ফোন এসেছিল। আমি সবকিছু জানিয়ে দিয়েছি। পাশাপাশি আমার নাম করে মিথ্যে চিঠি লেখার জন্য থানায় অভিযোগ করেছি।’’ এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের একাংশকে দায়ী করেছেন রাধারঞ্জনবাবু। তাঁর দাবি, বৈশালীদেবী যেহেতু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাই তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। আর এ কাজে বিজেপিকেই সামনে রাখার চক্রান্ত করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুব রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র বলেন, ‘‘বৈশালী তৃণমূলে থাকাকালীন ওঁরা অভিযোগ করেছিলেন। তাই নতুন করে অভিযোগ করার কিছু নেই। এই চিঠি বিজেপি লিখেছে। সেটা প্রকাশ্যে আসায় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’’
এই প্রসঙ্গে বৈশালী ডালমিয়া বলেন, ‘‘এটা ফেক চিঠি। যাঁর নামে এই চিঠি প্রকাশ্যে এসেছে তাঁর সঙ্গে রোজ মিটিং করছি আমি।’’