
বীরভূমের গ্রামে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধারের পরেই তুঙ্গে তৃণমূল-বিজেপি কাজিয়া
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে লোকপুর থানার খড়িকাবাদ গ্রামের নির্মীয়মাণ একটি বাড়িতে বেশ কয়েকটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান এলাকার মানুষ। বাসিন্দারা পোস্টারগুলি দেখার পরেই বিষয়টি পুলিশের নজরে আনেন। গ্রামে পুলিশ পৌছয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: মাওবাদীদের নাম দিয়ে পোস্টার এবার বীরভূমে। পোস্টার মিলতেই আতঙ্ক ছড়াল গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে লোকপুর থানার খড়িকাবাদ গ্রামের নির্মীয়মাণ একটি বাড়িতে বেশ কয়েকটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান এলাকার মানুষ। সাদা কাগজের উপর অপটু হাতে লাল রঙে লেখা ‘মাওবাদ এক হও, আমাদের অধিকার ছিনিয়ে লিব, পুলিশগিরি চলবে না, সিআরপিএফ চলবে না, দাদাগিরি চলবে না, লাল সালাম।’ স্থানীয় বাসিন্দারা পোস্টারগুলি দেখার পরেই বিষয়টি পুলিশের নজরে আনেন। গ্রামে পুলিশ পৌছয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাম আমলে জঙ্গলমহলের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমের ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া এলাকায় মাওবাদীদের গতিবিধি নজরে এসেছিল। ২০১১ সালে পরিবর্তনের পর মাওবাদীদের গতিবিধি কমতে থাকে। সম্প্রতি জঙ্গলমহলের জেলাগুলিতে মাওবাদীরা আবার নাথাচাড়া দিচ্ছে বলে গোয়েন্দাসূত্রেই খবর।
১৫ ই অগস্ট ঝাড়গ্রামের বেলপাহাড়ি বাঁকশোল ও শালতল-সহ একাধিক গ্রামে সিপিআই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। এই পোস্টারগুলিতে ১৫ ই অগস্টকে কালা দিবস হিসেবে পালনের আর্জি জানিয়েছিল মাওবাদীরা। তার কিছুদিন পরেই বেলপাহাড়ি থানা থেকে মাত্র দু’কিলোমিটার দূরে হড়দার মোড়ে এক কন্ট্রাক্টরকে কাজ বন্ধ করার হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়ে। তার কিছুদিনের মধ্যেই বেলপাহাড়ির বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ণাপানি গ্রামে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা চেয়ে মাওবাদীদের নামে চিঠি পাঠানো হয়। অভিযোগ, টাকা না দেওয়ায় রাতের অন্ধকারে গুলিও চলেছিল ওই ব্যবসায়ীর বাড়িতে।
কিছুদিন আগে বেলপাহাড়ির ঢাঙ্গিকুসুমে বেড়াতে যাওয়া কয়েকজন পর্যটক অভিযোগ করেন সেখানে ৭ জন সশস্ত্র মাওবাদী তাঁদের উপর হামলা চালায়। তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। তারপরেই ঝাড়গ্রামে ছুটে আসেন রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্র। ঝাড়গ্রাম পুলিশ লাইনে উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি ঢাঙ্গিকুসুম গ্রামের ওই স্থানটি পরিদর্শনে যান ডিজি। তবে পুলিশি তদন্তে ওই ঘটনার কোনও প্রমাণ মেলেনি।
২০ অক্টোবর গ্রামপঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে ফের মাওবাদী পোস্টার পড়ে জঙ্গলমহলে। ওই দিন সকালে জামবনি থানার বালিজুড়ি গ্রামে মাওবাদীদের নামে পোস্টার দেখেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পোস্টারের খবর পেয়েই জামবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোস্টারগুলি ছিঁড়ে নিয়ে চলে যায়।
বীরভূমের খড়িদাবাদে পোস্টার পাওয়ার পরেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। বর্তমানে রাজ্যে মাওবাদী বলে কিছু নেই। এলাকায় গন্ডগোল পাকানোর জন্য বিজেপির চক্রান্ত।’’ বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘‘বিজেপি এ ধরনের ঘটনায় কোনওভাবেই যুক্ত নয়। তৃণমূলের সঙ্গে মাওবাদীদের আঁতাত সর্বজনবিদিত।’’