দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: এতদিন অভিযোগ করছিলেন গ্রামবাসীরা। বারকয়েক বিক্ষোভও হয়েছে বিভিন্ন জায়গায়। এ বার রেশনে বেনিয়ম নিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানালেন খোদ মন্ত্রী। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীর কাছে।
জেলাশাসককে তিনি জানান, বর্ধমান শহরের ১৪ নম্বর ওয়ার্ডের রেশন ডিলার অধীরকুমার দে উপভোক্তারা গেলেই ফিরিয়ে দিচ্ছেন। বলছেন রেশনে মাল আসেনি। ইতিমধ্যেই গোটা বিষয়টি মহকুমা শাসককেও তিনি জানিয়েছেন বলে জেলাশাসককে জানান মন্ত্রী।
স্বপনবাবু বলেন, ‘‘অধিকাংশ রেশন ডিলার যে বাটখারা ব্যবহার করেন তা সঠিক নয়। ওজনে কম দেওয়ার জন্যই ওই বাটখারা তাঁরা ব্যবহার করেন। এ ব্যাপারেও জেলাশাসককে জানিয়েছি। ডিজিটাল ওয়েট মেশিন কেন ব্যবহার করবেন না তাঁরা?’’ ফলে এতদিন ধরে উপভোক্তারা যে অভিযোগ করছিলেন তা কার্যত মন্ত্রীর কথায় প্রমাণিত।
গত দু’সপ্তাহে জেলার গলসি, আউশগ্রাম, খণ্ডঘোষ ও মেমারিতে রেশন নিয়ে একাধিকবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে খণ্ডঘোষের আমরাল গ্রামের এক রেশন ডিলারকে পুলিশ গ্রেফতারও করে। পাশাপাশি রেশন কার্ড নিয়েও অভিযোগের অন্ত নেই। গতকালই জেলা খাদ্য দফতরের সামনে বিক্ষোভ দেখান একদল উপভোক্তা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে আসার কথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।