
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল বর্ধমানে। এবার এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল রবের পার্টি অফিসের দখল নিল যুব তৃণমূল কংগ্রেস। বুধবার আব্দুল রব পার্টি অফিস খোলার পরেই ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সেখ সমসারের নেতৃত্বে একদল যুবক পার্টি অফিসের দখল নেয় বলে অভিযোগ। তাঁরা পার্টি অফিসে ঢুকে ভোটার লিস্টের কাজকর্ম শুরু করে।
এই বিষয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেখ আসিফ বলেন, ‘‘জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের নির্দেশেই আমরা ভোটার লিস্টের কাজ করছি।ওয়ার্ডের ১৩ টি পার্টের দায়িত্বে থাকা কর্মীদের নিয়ে আলোচনা করছি। আগামীকাল থেকে তাঁরা ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট তৈরির কাজ করবেন। দলের নির্দেশেই কাজ হচ্ছে। কে কী বলল তাতে কিছু যায় আসে না।’’
অন্যদিকে আব্দুল রব বলেন, ‘‘এসব নাটক হচ্ছে। দীর্ঘদিন ধরে আমি ওই স্বেচ্ছাসেবী সংগঠনের অফিসে বসে দলের কাজ বা বিভিন্ন কর্মসূচি সামলাই। কিন্তু আজ কয়েকজন ছেলে সেখানে ঢুকে ভোটার লিস্টের নাম করে নাটক করছে। ওরা জানে কি ভাবে লিস্ট তৈরি করতে হয়? বিয়োজন বা সংযোজন করতে পারবে ওরা? তার জন্য বাড়ি বাড়ি ঘুরতে হবে। তথ্য সংগ্রহ করতে হবে?
আব্দুল রবের অভিযোগ, এদিন পার্টি অফিস খুলে ঝাড়পোঁছ করার সময় ওরা ঢুকে পড়ে। এই প্রথম নয়। তিন নম্বর ওয়ার্ডে এর আগেও প্রকাশ্যে এসেছে দুই গোষ্ঠীর কাজিয়া। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু অবশ্য বলেন, ‘‘ এটা এমন কিছু ঘটনা নয়। মতবিরোধ থাকতেই পারে। আমরা দলের মধ্যেই তা মিটিয়ে নেব।’’