
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: জমিতে বেড়া দেওয়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি। তার জেরেই রণক্ষেত্র চাঁচলের যদুপুর গ্রাম। দু’পক্ষের সংঘর্ষে চলল গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত আরও একজন। মঙ্গলবার সাতসকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আহত ব্যক্তি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম মোমরেজ আলি (৪০)। জখম হয়েছেন মরবেজ আলির ভাই মহসিন আলি। অভিযুক্ত শুকবর আলি ও তার ছেলে বাবলু আলি ঘটনার পর থেকেই এলাকাছাড়া।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে যদুপুর গ্রামের বাসিন্দা মোমরেজ আলি ও তার ভাই মহসিন আলি তাঁদের পৈতৃক সম্পত্তিতে বেড়া দিচ্ছিলেন। ওই সময় তাদেরই প্রতিবেশী সুকবর আলি বেড়া দিতে বাধা দেয়। তাই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে তুমুল বিবাদ শুরু হয়। বচসা চলাকালীন শুকবর আলির ছেলে বাবলু আলি হঠাৎ করে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র বের করে এনে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
একটি গুলি মোমরেজ আলীর বুকে গিয়ে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেইসময় সুকবর আলি ধারালো অস্ত্র দিয়ে মোমরেজ আলির ভাই মহসিন আলিকে কোপাতে থাকে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে চম্পট দেয় সুখবর আলি ও বাবলু আলি। তড়িঘড়ি তাঁদের দু’জনকে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মোমরেজ আলীকে সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মোমরেজ আলির। মহসিন আলি চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।